সন্দীপ সরকার, কলকাতা : ডেঙ্গি-উদ্বেগের (Dengue Scare) মধ্যেই ফের ম্যালেরিয়ায় প্রাণ (Malaria Death) হারালেন দক্ষিণ কলকাতার বাসিন্দা ৬৮ বছরের এক প্রৌঢ়। পরিবার সূত্রে খবর, কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ৮৫ নম্বর ওয়ার্ডের পণ্ডিতিয়া রোডের বাসিন্দা গৌর হালদারের শনিবার জ্বর আসে। রবিবার ভর্তি করা হয় এম আর বাঙুর হাসপাতালে (MR Bangur Hospital)। রিপোর্টে ধরা পড়ে, প্রৌঢ় ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্ত।


পরিবারের দাবি, ২ দিন পর ডেঙ্গি রিপোর্টও (Dengue Report) পজিটিভ আসে। যদিও ডেঙ্গি রিপোর্ট তাঁরা হাতে পাননি বলেই জানিয়েছেন পরিবারের লোকজন। ওই প্রৌঢ়কে মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। পরিবারের দাবি, হাসপাতালের গেটেই সেরিব্রাল অ্যাটাক হওয়ায় ফের ভর্তি করা হয় প্রৌঢ়কে। হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ির পথ ধরলেও হাসপাতালের গেটে পৌঁছতেই প্রবল খিঁচুনি শুরু হয় প্রৌঢ়ের। রাতে তাঁর মৃত্যু হয়।


বেসরকারি মতে, চলতি মাসে রাজ্যে ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছে ৩ জনের। এর আগে এমআর বাঙুর হাসপাতালেই আরও একজন ও বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital) ভর্তি অন্য একজনের মৃত্যু হয়েছিল ম্যালেরিয়ায়।


প্রৌঢ়ের পরিবারে দাবি, জ্বর আসার পরই প্রবল অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ডেঙ্গি ও ম্যালেরিয়ার পরীক্ষা করানোর পর তার ফলাফল আসার আগেই পরিস্থিতির অবনতি বুঝে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়া থেকে গোঙানি ছিল বলেই পরিবার জানায়। রবিবার হাসপাতালে ভর্তি করার পর ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন তিনি। যে পরিস্থিতিতে মঙ্গলবার প্রৌঢ়কে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথাও জানান চিকিৎসকরা। 


কিন্তু হাসপাতাল থেকে বের করে বাড়ি আনার পথেই ফের বিপত্তি ঘটে। হাসপাতালের গেটেই বৃদ্ধের প্রবল খিঁচুনি শুরু হয় বলে জানান তাঁরা। পরিবারের লোকজনের বক্তব্য, হাসপাতালের গেটেই প্রথমবার সেরিব্রাল অ্যাটাক হয় বৃদ্ধের। পরে আরও বার তিনেক অ্যাটাক হওয়ার পরে রাতের দিকে বৃদ্ধ মারা যান। এর মাঝেই প্রশ্ন উঠছে, ম্যালেরিয়ার পাশাপাশি ওই বৃদ্ধ কি ডেঙ্গিতেও আক্রান্ত ছিলেন। পরিবারের লোকজন তেমনটা জানালেও কোনও রিপোর্ট হাতে পায়নি। প্রৌঢ়ের ডেথ সার্টিফিকেটেও ম্যালেরিয়াতে মৃত্যুর কথাই উল্লেখ রয়েছে। 


আরও পড়ুন- ফের প্রাণ কাড়ল ডেঙ্গি! এবার মৃত্যু দত্তাবাদে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন