ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, কলকাতা : সিসিইউ থেকে বের করে দেওয়া হয়েছে জেনারেল বেডে। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন রোগী। আচমকা অসুস্থতা। তারপর সব শেষ। সুস্থ হয়ে ওঠার পথে ডেঙ্গি (Dengue) পরবর্তী জটিলতায় রোগীর মৃত্যু চিন্তায় ফেলেছে চিকিত্‍সকদের (Doctors)। 


ঠিক কী সমস্যা


চিকিত্‍সকরা জানাচ্ছেন, সুস্থ হয়ে ওঠার পথে আচমকা ডেঙ্গি আক্রান্তের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। দ্রুত অবনতি হচ্ছে অবস্থার, কখনও ঘটছে মৃত্যু। এই ভাবেই মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার সকালে পিয়ারলেস হাসপাতালে মৃত্যু হয় সার্ভে পার্কের বাসিন্দা, নামী তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী রোহিত দাসের। তাঁর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি সংক্রমণের উল্লেখ রয়েছে। রোহিতের বয়স মাত্র ৩০। ভয়ঙ্কর উদ্বেগের বিষয় হল, অনেক ক্ষেত্রেই ডেঙ্গিতে মৃত্যু হচ্ছে  কম বয়সীদের। 


একের পর এক কম বয়সীর মৃত্যু


সোমবার মৃত্যু হয়েছে তপসিয়ার বাসিন্দা, ৩০ বছরের মণিকা বেগমের। বুধবার মৃত্যু হয়েছে হাওড়ার, ৯ বছরের মহম্মদ জিশান রেজার। বুধবারই ডেঙ্গি কেড়ে নিয়েছে কলকাতা পুরসভার ১০৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ১৪ বছরের ভার্গবি মণ্ডলকে। শুক্রবার মৃত্যু হল সার্ভে পার্কের বাসিন্দা, ৩০ বছরের রোহিত দাসের।


রোহিত গত ২২ অক্টোবর ডেঙ্গি সংক্রমণ নিয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি হন। ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়। আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠায় দেওয়া হয় জেনারেল বেডে। 
আচমকা মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় শুক্রবার সকালে। এই নিয়ে এখনও পর্যন্ত ৮৯ জন ডেঙ্গি আক্রান্তর মৃত্যুর খবর সামনে এল। 


রাজ্যে ভয়াবহ ডেঙ্গি


স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত, রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৫৩ হাজার ৩৪৬। মৃত্যুর সংখ্যা ক্রমশ সেঞ্চুরির দিকে এগোচ্ছে। এখনও পর্যন্ত ডেঙ্গি কেড়েছে ৮৯ জন রাজ্যবাসীকে। কোভিড-কালের স্মৃতি ফিরিয়ে, আবার হাসপাতাল গুলোয় রোগীদের ভিড়। বাড়ছে প্লেটলেটের চাহিদা। রাজ্য জুড়ে ত্রাহি ত্রাহি রব। প্রসঙ্গত, national centre for vector Borne Diseases Control -এর ওয়েবসাইটে দেখা যাচ্ছে, এ বছর, এখনও পর্যন্ত, পশ্চিমবঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, ২৩৯। অথচ বাস্তবে সংখ্যাটা প্রায় সাড়ে ৫৩ হাজার। এই পরিস্থিতিতে, নাইসেডের এক অনুষ্ঠানে, রাজ্যে এসে বিস্ফোরক অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ারের। 


আরও পড়ুন- ‘বারবার বলা সত্ত্বেও কেন্দ্রকে ডেঙ্গি-তথ্য দিচ্ছে না রাজ্য সরকার’, কলকাতায় এসে বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর