কলকাতা: যত দিন গড়াচ্ছে, আরও উদ্বেগজনক হচ্ছে রাজ্যে ডেঙ্গি (Dengue) পরিস্থিতি। তার মধ্যে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি কলকাতা ও উত্তর ২৪ পরগনার। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গতকাল স্বাস্থ্যভবনে স্বাস্থ্যসচিবের উপস্থিতিতে সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের রিপোর্টে দেখা যাচ্ছে, গত এক সপ্তাহে শুধু সরকারি হাসপাতালগুলিতেই ১ হাজার ২৩০ জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি হয়েছেন।
উদ্বেগ ২ জেলা নিয়ে:
পুরসভাগুলির মধ্যে কলকাতায় গত এক সপ্তাহে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত। এক সপ্তাহে কলকাতায় (Kolkata) ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৬৩। জেলার মধ্যে এক সপ্তাহে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas)। ওই জেলায় এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬০০-র বেশি।
রাজ্যে ডেঙ্গি থ্রি:
ইতিমধ্যেই রাজ্যে ডেঙ্গি থ্রি (Dengue 3) হানা দিয়েছে। রাজ্য থেকে যে ৫০টি স্যাম্পেল পাঠানো হয়েছে, তার মধ্যে ৩৫টিতেই ডেঙ্গি থ্রি মিলেছে। যার ফলে আরও বেড়েছে উদ্বেগ।
ছুটি বাতিল পুরকর্মীদের:
ডেঙ্গি পরিস্থিতিতে উদ্বিগ্ন হাওড়া পুরসভাও (Howrah Municipality) । পরিস্থিতির কারণে ছুটি বাতিল স্বাস্থ্য ও সাফাইকর্মীদের। গত জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইতিমধ্যেই হাওড়া পুরসভা এলাকায় আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। তাই কোনও রকম ঝুঁকি নিতে নারাজ পুরসভা। সেই কারণেই স্বাস্থ্য এবং সাফাই কর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলী এ নিয়ে সাংবাদিক বৈঠক করে। সেখানে প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, 'গত কয়েক সপ্তাহ ধরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা যে ভাবে বাড়ছে, তা থেকে কিছুটা স্বস্তি মিলেছে। গত সপ্তাহে আক্রান্তের সংখ্যা ১০০-র বেশি ছিল, সেখানে চলতি সপ্তাহে সংখ্যাটা ৩৬-এ এসে ঠেকেছে।'
রয়েছে আশার খবরও:
ডেঙ্গি (Dengue) নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন আশা জাগাচ্ছে ডেঙ্গির ভ্যাকসিনের (Dengue Vaccine) ট্রায়ালের খবর। খুব শীঘ্রই দেশের ২০টি প্রতিষ্ঠানের ১০ হাজার স্বেচ্ছাসেবকের ওপরে হবে ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল। কলকাতায় যার পরীক্ষামূলক প্রয়োগের ব্যবস্থা করবে নাইসেড (NICED)। সূত্রের খবর, ২ ভারতীয় সংস্থার সঙ্গে যৌথভাবে ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল শুরু করবে ICMR। কলকাতাতেও এই ভ্যাকসিনের ট্রায়াল হবে। যার ব্যবস্থা করবে নাইসেড কর্তৃপক্ষ। মোট ৫০০ জন স্বেচ্ছাসেবকের মধ্যে ২৫০ জনকে দেওয়া হবে ভ্যাকসিন। নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত বলেছেন, '৫০০ জনের মধ্যে ২৫০ জন ভ্যাকসিন পাবেন। বাকি ২৫০ জনকে প্ল্যাসিবো দেওয়া হবে। যে স্বেচ্ছাসেবকরা অংশ নেবেন, তাঁদের ডেঙ্গি অ্যান্টিবডি আছে কি না দেখে নেওয়া হবে।'
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে নিয়োগপ্রক্রিয়া শুরু প্রাথমিক শিক্ষা পর্ষদের, কতজনের নিয়োগ?