ঝিলম করঞ্জাই, কলকাতা :  রাজ্যের বেশ কয়েকটি জেলায় ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি।


স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিনে জানানো হয়েছে, আগের ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৪০১ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৩১৫ জন ডেঙ্গি আক্রান্তের চিকিত্‍সা চলছে সরকারি হাসপাতালে। যে সব জেলায় ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি, তার মধ্যে রয়েছে



  • কলকাতা

  • উত্তর ২৪ পরগনা

  • হাওড়া

  • হুগলি

  • মুর্শিদাবাদ

  • দার্জিলিং


শহরে ডেঙ্গি মৃত্যু 
স্বাস্থ্য কর্তারা ওই জেলাগুলিতে বাড়তি নজর দিচ্ছেন বলে সূত্রের খবর। এরই মধ্যে বৃহস্পতিবার কলকাতায় আরও এক ব্যক্তির ডেঙ্গিতে মৃত্যু হয়েছে। কালীঘাট, হরিদেবপুরের পর হালতু।  ফের কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু।  ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ।  এর আগে কালীঘাটের বাসিন্দা এক বালক ও হরিদেবপুরের বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়েছে ডেঙ্গিতে।  এবার ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা ঘটল হালতুতে। হালতুর কায়স্থপাড়া মেন রোডের বাসিন্দা ৪০ বছরের মৌমিতা মুখোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, ডেঙ্গি আক্রান্ত হয়ে তিনি ৫ সেপ্টেম্বর রাতে যাদবপুর থানার কাছে EEDF হাসপাতালে ভর্তি হন।  তার আগে তাঁর তিন-চারদিন জ্বর ছিল। বৃহস্পতিবার সকালে আচমকা শারীরিক অবস্থার অবনতি হয়। দেওয়া হয় ICU-তে।   কিন্তু, তাঁর মৃত্যু হয়। মহিলার ৮ বছরের ছেলেও ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। 

হাওড়ায় ডেঙ্গি মৃত্যু 
২৪ ঘণ্টার ব্যবধানে হাওড়ার বালিতে ডেঙ্গিতে ২ জনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার। রাতে বালির ভোটবাগানের বাসিন্দা এক শিশুর মৃত্যু হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ডেথ সার্টিফিকেটে সিভিয়ার ডেঙ্গি সিনড্রোমের উল্লেখ করা হয়। 


গত মঙ্গলবার, ডেঙ্গিতে মৃত্যু হয় তৌসিফ সর্দার নামে এক যুবকের। তার ২৪ ঘণ্টার মধ্যে বুধবার রাতে ডেঙ্গিতে মৃত্যু হয় ৬ মাসের এক শিশুকন্যার। পরপর ডেঙ্গিতে দুটি মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভোটবাগান এলাকায়।  মৃতের পরিবার সূত্রে খবর, ভোটবাগানের বাসিন্দা, ৬ মাসের শিশুকন্যা নুর আকসার ডেঙ্গি ধরা পড়ে গত পয়লা সেপ্টেম্বর। ২ সেপ্টেম্বর ভর্তি করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বুধবার রাতে তার মৃত্যু হয়।  মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল জানিয়েছেন, ' বুধবার রাতে মারা যায়। ২ সেপ্টেম্বর ভর্তি হয়েছিল। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিল।সর্দিকাশির চিকিত্‍সা হয় আগে। এখানে শ্বাসকষ্টের চিকিত্‍সা শুরু হয়। পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে। সেপ্টিসেমিয়া থেকে মাল্টি অর্গান ফেলিওর হয়। করা হয় ডায়ালিসিস-ও। কিন্তু শেষরক্ষা হয়নি। '