কলকাতা: কলকাতা (Kolkata) থেকে জেলা, উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি (Degue)। ডেঙ্গি নিয়ে তথ্য গোপনের অভিযোগ সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। ডেঙ্গি মোকাবিলায় রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ সুকান্তর। মানিকতলায় ডেঙ্গি মোকাবিলায় কর্মসূচি বিজেপি রাজ্য সভাপতির। ১৫ নং ওয়ার্ডে ব্লিচিং পাউডার ছড়ালেন সুকান্ত মজুমদার।                                 

  


এদিকে, বাংলায় ডেঙ্গির উদ্বেগের সঙ্গে বিপদ বাড়াল ম্যালেরিয়া। ১৯ জুলাই থেকে ২৬ জুলাই - এই ৭ দিনে শুধু কলকাতা পুরসভা এলাকাতেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৪০ জন। ওই সময়ের মধ্যে বিধাননগর পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৭। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং নদিয়ার রানাঘাট পুরসভা এলাকাতেও পরিস্থিতি উদ্বেগের। ডেঙ্গি প্রতিরোধে কড়া অবস্থান নিয়েছে কলকাতা পুরসভা।


বর্ষার শুরুতে আতঙ্ক বাড়িয়ে হাজির হয়েছে ডেঙ্গি। উৎকণ্ঠা কয়েকগুণ বাড়িয়ে ময়দানে অবতীর্ণ ম্যালেরিয়াও। মশাবাহিত দুই রোগের বাড়বাড়ন্ত সকলের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতালে ম্যালেরিয়া আক্রান্ত ৪ জন ভর্তি। ওই হাসপাতালেই ডেঙ্গি আক্রান্ত ১০ জন চিকিৎসাধীন। এম আর বাঙুর হাসপাতালে ম্যালেরিয়া আক্রান্ত ৪ জন ভর্তি। সেখানেই ডেঙ্গি আক্রান্ত ১৫ জনের চিকিৎসা চলছে। গভীর উদ্বেগের বিষয় - একজন রোগী একই সঙ্গে ডেঙ্গি ও ম্যালেরিয়া, দু-টিতেই আক্রান্ত।                                                                              


সরকারি তথ্য বলছে, চলতি সপ্তাহে বাংলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন। জুলাই মাসে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৮। বিভিন্ন পুরসভা এলাকাতেও বাড়ছে উদ্বেগ! সরকারি সূত্রের খবর, ১৯ জুলাই থেকে ২৬ জুলাই - এই ৭ দিনে শুধুমাত্র কলকাতা পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৪০ জন।


আরও পড়ুন, আমদাবাদের হাসপাতালে ভয়াবহ আগুন, শতাধিক রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর


বর্ষায় ঘনজনবসতিপূর্ণ এলাকায় ডেঙ্গি-ম্যালেরিয়ার দাপট রুখতে কড়া পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। যে পথে হেঁটেছে কলকাতা পুরসভা। ন্যাশনাল লাইব্রেরি এবং কোল ইন্ডিয়ার বিরুদ্ধেও মামলা করেছে কলকাতা পুরসভা। সার্বিকভাবে বাংলায় আপাতত মশক-দংশনে দুশ্চিন্তাই শুধু বাড়ছে।