আমদাবাদ: গুজরাতের (Gujarat) আমদাবাদের (Ahmedabad) হাসপাতালে (Hospital) ভয়াবহ আগুন (Fire)। ভোরে হাসপাতালের বেসমেন্টে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা হাসপাতাল। আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়। ১০০ জনের বেশি রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।                                                                                                                    


দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। রোগীরা নিরাপদেই রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।


হাসপাতালের সংস্কার কাজ চলার কারণে বেসমেন্টে সংরক্ষিত বেশ কয়েকটি জিনিসপত্রে আগুন লেগেছে বলে জানিয়েছে দমকল সূত্রে। প্রাথমিক তথ্য অনুসারে, শহরের সাহেবাউগ এলাকায় অবস্থিত রাজস্থান হাসপাতালের বেসমেন্টে ভোর ৪.৩০টার দিকে আগুন লাগে। পুলিশ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে প্রায় ১২৫ রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।  










আরও পড়ুন, ১৪ ঘণ্টা ধরে জ্বলছে সুভাষগ্রামের প্লাস্টিক কারখানা, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা


প্রায় ২০-২৫টি ফায়ার টেন্ডার আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। পুলিশ ইন্সপেক্টর এমডি চম্পাবত পিটিআই-কে বলেন, "অগ্নিনির্বাপক দলগুলি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। হাসপাতালের বেসমেন্ট থেকে ধোঁয়া বের হচ্ছে এখনও। " তিনি বলেন যে অগ্নিনির্বাপক দলগুলি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, যোগ করে যে বেসমেন্টে আগুন লেগেছিল সেখান থেকে ধোঁয়া নির্গত হচ্ছে।