অর্ণব মুখোপাধ্যায় এবং সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে একদিনে তিন ডেঙ্গি (Dengue) আক্রান্তের মৃত্যু হয়েছে। সময় যত এগোচ্ছে ততই এ রাজ্যে বাড়ছে ডেঙ্গির চোখরাঙানি। সেই পরিস্থিতিতে বাংলাদেশ (Bangladesh) থেকে এলে এবার ইমিগ্রেশনের সময়েই করাতে হবে রক্ত পরীক্ষা (Blood Test)।
প্রসঙ্গত, বাংলাদেশে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। বাংলাদেশ থেকে আসা যাত্রীরা হতে পারেন ডেঙ্গির বাহক। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে সিদ্ধান্ত কলকাতা পুরসভার। বিষয়টি জানিয়ে রাজ্য সরকারকে চিঠি দিচ্ছে কলকাতা পুরসভা। এদিন অতীন ঘোষ বলেন, 'স্বাস্থ্য দফতরের থেকে কেন্দ্রকে জানান হবে যাতে ইমিগ্রেশন সেন্টারের কাছে এই ব্যবস্থা করা যায়।' এদিকে, ডেঙ্গি মোকাবিলায় কতটা প্রস্তুত রাজ্য, তা নিয়ে কাল ভার্চুয়াল বৈঠক হবে। কাল স্বাস্থ্য ভবনে ভার্চুয়াল বৈঠক রয়েছে।
অন্যদিকে, বাড়ছে ডেঙ্গির প্রকোপ, লালবাজারের তরফে জারি অ্যাডভাইসরি। শহরের সমস্ত থানার উদ্দেশে অ্যাডভাইসরি জারি। থানার সামনে বাজেয়াপ্ত গাড়ি, জমা জল, আবর্জনা সরানোর নির্দেশ।
গতকালই ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণির ছাত্রী পল্লবী দে-র। যে ডায়াগনস্টিক সেন্টারে পল্লবীর রক্ত পরীক্ষা হয়েছিল তাকে শো-কজ করল পুরসভা। তথ্য শেয়ার না করার অভিযোগে শো-কজ করল পুরসভা। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃ্ত্যু হল বাঙুর অ্যাভিনিউয়ের বাসিন্দা ২৬ বছরের রিঙ্কি রায় মজুমদারের। ১৮ জুলাই নার্সিংহোমে ভর্তি হওয়ার পর ২১ জুলাই মৃত্যু হয়েছে। অ্যাপোলো হাসপাতালে মৃত্যু তাহেরপুরের বাসিন্দা ৬৬ বছরের হরিপদ মিস্ত্রির। ১৯ জুলাই হাসপাতালে ভর্তি হন হরিপদ মিস্ত্রি। বেলেঘাটা আই ডি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত উমা সরকারের মৃত্যু।
আরও পড়ুন, বাড়ছে উদ্বেগ, আতঙ্ক! ডেঙ্গি আক্রান্ত হয়ে একইদিনে তিনজনের মৃত্যু
নদিয়ার রানাঘাটের বাসিন্দা ছিলেন উমা সরকার। প্রথমে রানাঘাট হাসপাতাল পরে কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতা বেলেঘাটা আই ডি হাসপাতালে ভর্তি করা হয়। গতকালই ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণির ছাত্রী পল্লবী দে-র।