সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি (Dengue Situation)। এরই মধ্যে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বনগাঁ স্টেশন চত্বরে আবর্জনা পরিষ্কার নিয়েও শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। পুরসভার দাবি, বারবার বিষয়টি রেলের নজরে আনলেও কোনও লাভ হয়নি। বিমাতৃসুলভ আচরণ করছে রেল, মন্তব্য পুরসভার চেয়ারম্যানের। মিথ্যে অভিযোগ বলে, পাল্টা দাবি করেছে বিজেপি। এনিয়ে, প্রতিক্রিয়া মেলেনি রেলের তরফে।
ডেঙ্গি উদ্বেগ
কলকাতার পাশাপাশি ডেঙ্গি নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা, বনগাঁয়। প্রশাসন সূত্রে খবর, বনগাঁ মহকুমায় বর্তমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৯২। শুধু বনগাঁ পুরসভা এলাকাতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১০। অথচ, সেই বনগাঁতেই রেলের জমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আবর্জনা! কোথাও আবার চায়ের কাপের স্তূপ! যেখানকার জমা জলে, ডেঙ্গির জীবাণুবাহী মশা বংশবিস্তার করতেই পারে।
দায় ঠেলাঠেলি
কিন্তু, এই আবর্জনা পরিষ্কার নিয়েও শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। শনিবার তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার, বর্মা কলোনিতে স্বাস্থ্যকর্মী ও ডেঙ্গি মোকাবিলায় নিযুক্ত কর্মীদের নিয়ে বৈঠক হয়। সেখানে, চেয়ারম্যানের সামনেই, আবর্জনা পরিষ্কারে রেলের ভূমিকা নিয়ে, সরব হন পুর-কর্মীরা। পাল্টা তৃণমূল পরিচালিত পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।
বনগাঁ পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা গোপাল শেঠ বলেছেন, 'কেন্দ্রীয় সরকার একদিকে স্বচ্ছ ভারত মিশনের প্রচার করছে আর রেলের তরফ থেকে স্টেশন সংলগ্ন এলাকা পরিষ্কার করা হচ্ছে না। বিমাতৃসুলভ আচরণ করছে রেল।' পাল্টা বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেছেন, 'পুরসভা আগে নিজের কাজ করুক। ড্রেন ঠিকমতো পরিষ্কার হয় না। বৃষ্টি হলেই জল জমছে রাস্তায়। নাটক করে রেলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। এটা একটি মিথ্যা অভিযোগ।'
যদিও অভিযোগ প্রসঙ্গে রেলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এদিকে, পুজোর (Durga Puja 2022) একেবারে দোরগোড়ায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গি (Dengue Scare)। এই আবহে, হাওড়া পুর এলাকায় (Howrah Municipality Area) ওষুধের দোকানে, নথিভুক্ত করা হচ্ছে প্যারাসিটামল ক্রেতাদের নাম, ঠিকানা ও ফোন নম্বর। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই তথ্য থেকে কোন কোন অঞ্চলে জ্বরের প্রকোপ রয়েছে, তা ট্র্যাক করতে সুবিধা হবে।
আরও পড়ুন- 'ওঁর সব কাজ উল্টো, চণ্ডীপাঠও', টাকা দিয়ে ছবি লাগিয়ে দুর্গাপুজোর পবিত্রতা নষ্ট করছেন, মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের