রানা দাস ও মনোজ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান: রাজ্যে বাড়ছে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা। হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। পূর্ব বর্ধমানে কাটোয়া ও কালনা মহকুমা হাসপাতালে জ্বরের উপসর্গ নিয়ে অনেকেই আসছেন। দুর্গাপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি পরিস্থিতির ওপর বাড়তি নজর রাখছে স্বাস্থ্য দফতর।


বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা: কাটোয়া ও কালনা মহকুমা হাসপাতালের আউটডোরে লম্বা লাইন। কালনা হাসপাতালে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ৩ জন ভর্তি রয়েছেন। জ্বরের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৬০ জন। ডেঙ্গি রোগীদের জন্য ৪০ বেডের আলাদা ইউনিট খোলা হয়েছে। ভিড়ের চাপে একেকটি বেডে ২-৩ জন করে রোগীকে রাখতে হচ্ছে। অন্যদিকে, প্রতিদিন গড়ে ১০-১২ জন রোগী ভর্তি হচ্ছেন কাটোয়া মহকুমা হাসপাতালে। তবে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত কেউ ভর্তি হননি বলে হাসপাতালের দাবি।  কাটোয়া মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার  সুশান্তবরণ দত্ত বলেন, “আউটডোরে জ্বর নিয়ে রোগীর সংখ্যা বেড়েছে।ভর্তিও হচ্ছেন অনেকে।সবরকম ব্যবস্থা রয়েছে।’’

পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহা এলাকায় ডেঙ্গির দাপট সবথেকে বেশি। প্রশাসনের তরফে ক্যাম্প তৈরি করে রক্তপরীক্ষা করা হচ্ছে। চলছে সাফাই ও ব্লিচিং ছড়ানো। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত এক সপ্তাহে শুধুমাত্র এই ওয়ার্ডে ৬১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। বিজেপির দাবি, প্রায় একবছর আগে মেয়াদ ফুরোলেই দুর্গাপুর পুরসভায় ভোট হয়নি। ফলে মুখ থুবড়ে পড়েছে পুর-পরিষেবা। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। সব মিলিয়ে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি।


শহরের পাশাপাশি জেলাতেও ডেঙ্গির দাপট। শুধু দুই বর্ধমানই নয়, তালিকায় আছে উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়াও। নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন ২১ জন ডেঙ্গি আক্রান্ত। এছাড়া, ৫০ জন জ্বর নিয়ে ভর্তি। ডেঙ্গি মোকাবিলায় তৎপর হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল চত্বর সাফাইয়ের কাজ চলছে। জমা জল ও আবর্জনার স্তূপ পরিষ্কার করা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারী। হাওড়াতেও লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত ১৩৩ জন। এর মধ্যে শহর এলাকায় ৯৬ জন ও গ্রামীণ এলাকায় ৩৭ জন আক্রান্ত হয়েছেন। হাওড়া পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮০ জন। এর মধ্যে গত কয়েকদিনেই ১২ জন আক্রান্ত হয়েছেন। ১৫, ৩৬ ও ৩৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি


আরও পড়ুন: Panchayat Election: বোর্ড গঠন না হওয়া পর্যন্ত স্বেচ্ছায় গোপন আস্তানায়! পঞ্চসায়রের ঘটনায় নয়া মোড়