উত্তর ২৪ পরগনা: ফের শহরে প্রাণঘাতী ডেঙ্গি (Dengue Death)। সল্টলেকের দত্তাবাদে ৫২ বছরের মহিলার মৃত্যু হল। ৫২ বছরের প্রতিমা মণ্ডলের বাড়ি বিধাননগর পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডে। পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন জ্বরে ভুগছিলেন। গতকাল বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে রোগিণীর মৃত্যু হয়। হাসপাতালের রিপোর্টে সিভিয়ার ডেঙ্গির উল্লেখ রয়েছে। বেসরকারি মতে, এই নিয়ে রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু হল ৪৭ জনের। সরকারি মতে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩


নানা জেলায় থাবা ডেঙ্গির:
চলতি মরশুমে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জলপাইগুড়িতে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৪০৩ জন। পুরসভা এলাকায় ১০ জন আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি জেলার সমস্ত পুরসভাকে নিয়ে জরুরি বৈঠক করল জেলা স্বাস্থ্য দফতর। ডেঙ্গি আক্রান্তের ছেলে জানিয়েছেন, ওই মহিলার তিন-চারদিন ধরে জ্বর ছিল। বিধাননগর স্টেট জেনারেল হাসপাতাল সূত্রে ২৭ তারিখ ভর্তি করা হয়। ডেঙ্গি উপসর্গ ছিল, পরে পরীক্ষা করে জানা যায় ডেঙ্গি হয়েছে। ২৮ তারিখে সকালেই তাঁর মৃত্যু হয়। এই নিয়ে সল্টলেকে ডেঙ্গি সংক্রমণ নিয়ে দ্বিতীয় মৃত্যু হল। দত্তাবাদে বহু বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত। 


চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক বলেন, 'আজকের দিনে ডেঙ্গিতে মারা যাচ্ছে, এমন ঘটনায় খারাপ লাগে। ডেঙ্গি মৃত্যু রুখতে সাধারণ মানুষের সচেতনতা লাগবে। যাতে জটিলতা তৈরির আগেই হাসপাতালে আসে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, হাসপাতালেও কিন্তু সচেতন থেকে কালবিলম্ব না করেই চিকিৎসা করেন। নজরদারি সর্বস্তরে রাখতে হবে।' কোনও উপসর্গকেই অবজ্ঞা বা উপেক্ষা না করার পরামর্শ চিকিৎসকের। তিনি আরও বলেন, 'ডেঙ্গি সংক্রমণ রোধ সম্ভব না হলেও বৈজ্ঞানিক ভাবে ডেঙ্গি মৃত্যু প্রতিরোধ করা ১০০ শতাংশ সম্ভব।'


মালদা জেলাতেও ডেঙ্গির দাপট চলছে। চলতি মরশুমে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় আক্রান্ত ১ হাজার ২১৩ জন। ইংরেজবাজার, রতুয়া এবং কালিয়াচকের ব্লকে ব্লকে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডেঙ্গি মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন করেছে মালদা জেলা প্রশাসন। আজ সকাল থেকে ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ডে ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। কোথাও জমা জল বা আবর্জনা রয়েছে কি না, দেখা হচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছে, জেলার স্কুল ও নার্সিংহোমগুলি পরিদর্শন করবে টাস্ক ফোর্স। নার্সিংহোম বা হাসপাতাল ডেঙ্গি প্রোটোকল না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।


প্রশ্ন চিকুনগুনিয়া তথ্য় নিয়ে: 
ডেঙ্গির পর চিকুনগুনিয়া নিয়েও উদ্বেগ। ফের কেন্দ্রকে তথ্য না দেওয়ার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজকে তথ্য না দেওয়ার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। চলতি বছরে পশ্চিমবঙ্গে কতজন চিকুনগুনিয়ায় আক্রান্ত? এই তথ্য নাকি কেন্দ্রকে দেয়নি রাজ্য প্রশাসন, অভিযোগ এমনটাই।


আরও পড়ুন: রাজভবনের নালিশের পরই পুলিশকে সরানোর নির্দেশ, নিরাপত্তার দায়িত্ব নেবে সিআরপিএফ