কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদীপ ভট্টাচার্য, ঝিলম করঞ্জাই ও বিটন চক্রবর্তী, কলকাতা : রাজ্যে ডেঙ্গি (Dengue) পরিস্থিতি নিয়ে তথ্য গোপনের অভিযোগ তুলে আরও সুর চড়াল বিরোধীরা। স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব বিজেপি। প্রশাসন কাজ করছে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এর মাঝেই ডেঙ্গি উদ্বেগ আরও বাড়াচ্ছে চিকেনগুনিয়ার বাড়বাড়ন্ত।


তথ্য গোপনের অভিযোগ


দিনে ভয়াবহ হচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। সম্প্রতি হাওড়ার শিবপুরে ১ ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়। এই নিয়ে হাওড়া পুর এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল ৬ জনের। রাজ্যে মৃত্যুর সংখ্যা ইতিমধ্যেই ৮৫ ছাড়িয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে তৃণমূল সরকারের বিরুদ্ধে তথ্যগোপনের চাঞ্চল্যকর অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। স্বাস্থ্য দফতর মুখ্যমন্ত্রীর অধীনস্থ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন করছে বিজেপি। পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল।


বাড়ছে চিকেনগুনিয়া


এদিকে ভয়ানক ডেঙ্গি পরিস্থিতির মধ্যেই বাড়ছে চিকুনগুনিয়ার প্রকোপ। কলকাতায় হাসপাতালে হাসপাতালে বাড়ছে রোগী ভর্তি। এই মুহূর্তে বেলেঘাটা আইডিতে ভর্তি রয়েছে ৪ জন। উডল্যান্ডস হাসপতালেও ভর্তি রয়েছেন চিকুন গুনিয়ায় আক্রান্ত রোগী। 


চিকিত্‍সকরা সতর্কতার সুরে বলছেন, ডেঙ্গির উপসর্গ রয়েছে, অথচ রিপোর্ট নেগেটিভ, তাঁদের অনেকেই চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন।


ডেঙ্গির জোড়া ফলা !


রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। যার মাঝে পরপর মৃত্যু ! বাড়তে থাকা সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফের মধ্যেই নাইসেড সূত্রে খবর, রাজ্যে একসঙ্গে হানা দিচ্ছে ডেঙ্গির দুই প্রজাতি। ডেঙ্গ্ ২ ও ডেঙ্গ্ ৩ সেরোটাইপ। প্রত্যেক মাসে ৪০০টি করে রক্তের নমুনা নাইসেডে পাঠায় স্বাস্থ্য দফতর। নাইসেড সূত্রে খবর, অক্টোবরে নমুনা বিশ্লেষণে দেখা গেছে, ৬০ শতাংশ রক্তের নমুনায় DENG 3 সেরোটাইপ। DENG 2 ধরা পড়েছে ৪০ শতাংশ নমুনা পরীক্ষায়। যা সেপ্টেম্বরের রিপোর্টের তুলনায় বেশি উদ্বেগজনক।


অতীতে কি করোনা ? আলাদা করে নথিভুক্ত 


এদিকে, এখন থেকে ডেঙ্গি আক্রান্তের অতীতে করোনা হয়েছে কিনা তা আলাদা করে নথিভুক্ত করছে স্বাস্থ্য দফতর। সেই রোগীদের বিষয়ে বাড়তি সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অতীতে করোনা সংক্রমণ হয়ে থাকার জন্য কি ডেঙ্গি আক্রান্তের আচমকাই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে? কতদিন পর তিনি সুস্থ হয়ে উঠছেন, তাও খতিয়ে দেখা হচ্ছে। অতীতে করোনা ও এবার ডেঙ্গি হওয়ার পর কারও মৃত্যু হলে সেই তথ্যও সংগ্রহ করে মূল্যায়ন করা হচ্ছে। 


আরও পড়ুন- আক্রান্ত ৫১ হাজার পার ! ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতিতেই পাল্লা দিয়ে বাড়ছে প্লেটলেটের আকাল