নয়াদিল্লি : বছরের শুরুর কটা  দিন ঘন কুয়াশা থেকে মিলেছিল একটু মুক্তি। ট্রেন চলাচল ও বিমান ওঠানামাতেও বড় কোনও সমস্যার খবর মেলেনি। তবে এবার ঘন কুয়াশার সতর্কতা দিল আবহাওয়া দফতর। আর তার জেরে আগে ভাগেই বিমান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কার কথা জানিয়ে রাখল ইন্ডিগো। রবিবার ইন্ডিগো একটি নোটিস জারি করে এ বিষয়ে। 

Continues below advertisement

ইন্ডিগো সম্ভাব্য যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, ভোরে কুয়াশার ফলে  ভারতের বেশ কয়েকটি বিমানবন্দরে দৃশ্যমানতা ব্যাহত হতে পারে।  এর ফলে বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। বিমান সংস্থা জানিয়েছে, হায়দরাবাদ, রাঁচি, আগরতলা, দেরাদুন, গুয়াহাটি এবং ভুবনেশ্বরে ভোরের দিকে দৃশ্যমানতা হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে উড়ান উড়তে দেরি হতে পারে।  ইন্ডিগো আশঙ্কাপ্রকাশ করেছে,ভোরের দিকে, দৃশ্যমানতা হঠাৎ কমে যেতে পারে। এর ফলে বিমান চলাচলে প্রভাব পড়তে পারে। 

এছাড়াও ইন্ডিগো জানিয়েছে, লেহতে তুষারপাতের ফলে,বিমান ওঠা ও নামা, উভয় ক্ষেত্রেই সমস্যা হতে পারে। নির্ধারিত সময়ের পরে ছাড়তে পারে বিমান।  

Continues below advertisement

যদিও আইএমডি জানিয়েছে , ৫ জানুয়ারি দিল্লিতে আকাশ পরিষ্কার থাকবে। ভোরের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রভাবিত হতে পারে। পূর্বাভাস অনুসারে, অনেক জায়গায় হালকা কুয়াশা থাকতে পারে। বিশেষ করে ভোরের দিকে ছড়িয়ে ছিটিয়ে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সকাল গড়ালে আবহাওয়ার অবস্থার উন্নতি হবে এবং দিনের শেষে দৃশ্যমানতা ভাল হবে। 

এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে দিল্লি সহ উত্তর ভারত জুড়ে কুয়াশার প্রভাব পড়তে পারে বিমান চলাচলে। তাই যাত্রীদের সতর্ক থাকতে হবে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা এবং বিমান চলাচলে প্রভাব পড়তে পারে। ভ্রমণকারীদের বাড়ি থেকে রওনা হওয়ার আগে বিমানের সময় দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।