নয়াদিল্লি: তিনি বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। বাংলা দলকে (Bengal Cricket Team) নেতৃত্বও দিয়েছিলেন। বাংলার জার্সিতে যে দুজন ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি রয়েছে, তাঁদের মধ্যে অন্যতম তিনি।


সেই দেবাঙ্গ গাঁধীকে (Devang Gandhi) হেড কোচ হিসাবে নিয়োগ করল দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থা। শনিবার সংস্থার তরফে ঘোষণা করা হল, আগামী মরশুমে দিল্লির প্রধান কোচ হিসাবে দায়িত্ব সামলাবেন দেবাঙ্গ।


ঘরোয়া ক্রিকেটে দিল্লির সাম্প্রতির ফর্ম ভাল নয়। ব্যর্থতার সেই ছবিটা কাটাতে তৎপর দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থা। সেই জন্য কোচ হিসাবে নতুন মুখকে দায়িত্বে আনা হল।


পাশাপাশি বহুদিন ধরেই দিল্লি ক্রিকেটে, এমনকী কোচের পদেও স্বজনপোষণের অভিযোগ উঠছে। দল নির্বাচন বা প্রথম একাদশ বাছাইয়ের ক্ষেত্রেও স্বজনপোষণের একাধিক প্রসঙ্গ সামনে এসেছে। সেই দুর্নাম কাটাতে এবার সক্রিয় ছিল দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থা। মোটামুটিভাবে ঠিকই করে নেওয়া হয়েছিল যে, ভিন রাজ্যের কাউকে দায়িত্ব দেওয়া হবে। কারণ, ভুরি ভুরি যে সমস্ত অভিযোগ উঠেছে গত কয়েক বছরে, সবই স্থানীয় কোচের জন্য। এবার তাই অন্য রাজ্য থেকে কাউকে কোচ করে আনার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ও রাজ্য ক্রিকেট সংস্থা। যাতে এই ধরনের অভিযোগ এড়িয়ে চলা যায়। সেই কারণেই আরও দেবাঙ্গকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।


কোচ হিসাবে দেবাঙ্গ গাঁধীর অন্তর্ভুক্তির দিন প্রধান নির্বাচকের পদেও নতুন মুখ আনা হল। প্রাক্তন ক্রিকেটার রবিন সিংহ (জুনিয়র)-কে নির্বাচক প্রধান হিসাবে দায়িত্ব দিল দিল্লি ও রাজ্য ক্রিকেট সংস্থা।


জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার দেবাঙ্গ। জাতীয় দলের হয়ে ৪টি টেস্ট ও ৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর জাতীয় দলের নির্বাচকের দায়িত্বও সামলেছেন। ২০১৬ সাল থেকে ২০২০ পর্যন্ত জাতীয় দলের নির্বাচক ছিলেন বঙ্গ ক্রিকেটার।


কোচ হিসাবে দেবাঙ্গের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে দুই সিনিয়র ক্রিকেটারের অভাব পূরণ করা। নীতিশ রানা ও ধ্রুব শোরে। দুজনই দিল্লি ছেড়ে অন্য রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।                     


আরও পড়ুন: ইউরোপে নজর কেড়েছেন, এশিয়ান গেমসেও ভারতীয় ফুটবলকে স্বপ্ন দেখাচ্ছেন মণীষা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial