সৌভিক মজুমদার, কলকাতা: রামনবমী (Ram Nabami) মামলায় এনআইএ (NIA) ঠেকাতে মরিয়া রাজ্য (West Bengal)। এনআইএ তদন্তের বিরোধিতায় ফের সব্যসাচী ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ রাজ্য। এর আগে এই নিয়ে রাজ্যের মামলা খারিজ করেছিল সুপ্রিম কোর্ট । মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য । এনআইএ আইনকে অবৈধ বলে ঘোষণার দাবিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর দ্বারস্থ রাজ্য। মামলার তদন্তভার গ্রহণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে বিজ্ঞপ্তি জারি করেছিল তাও খারিজের আবেদন । ইতিমধ্যেই বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে মামলা দায়ের এনআইএ-র। সেই মামলার শুনানি রয়েছে আগামী সোমবার।


ডিভিশন বেঞ্চের নির্দেশই বহাল: রামনবমী ঘিরে জেলায় জেলায় অশান্তির তদন্তভার, NIA-কে দিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। কিন্তু, NIA তদন্ত ঠেকাতে মরিয়া রাজ্য সরকার। NIA তদন্তের বিরোধিতায়, ইতিমধ্যেই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছে তারা। তবে সেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।


গত মার্চ মাসে, রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া এবং উত্তর দিনাজপুরের ডালখোলায় দফায় দফায় অশান্তি হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায়, হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় NIA-কে তদন্তভার দেয়। এরপর, NIA তদন্তের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে সু্প্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারের এই আবেদনে সাড়া দেয়নি সর্বোচ্চ আদালত। NIA তদন্তের বিষয়টি হাইকোর্টের ওপরেই ছেড়ে রাখে সর্বোচ্চ আদালত। যে আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এবার কার্যত একই আবেদন জানিয়ে, তারা দ্বারস্থ হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর বেঞ্চে।


NIA-এ আইনকে অবৈধ ঘোষণার দাবি: NIA-এ আইনকে অবৈধ ঘোষণার দাবি জানিয়েছিল রাজ্য সরকার। পাশাপাশি, মামলার তদন্তভার গ্রহণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাও খারিজের আবেদন জানানো হয়। ঐ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যদি কোনও পদক্ষেপ করা হয়ে থাকে, তার উপরেও স্থগিতাদেশ জারির আর্জি জানানো হয়।
অন্যদিকে ইতিমধ্যেই, বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে মামলা দায়ের করেছে NIA। 


কিন্তু, সুপ্রিম কোর্টের নির্দেশের পর, NIA-কে ঠেকাতে রাজ্য সরকার ফের হাইকোর্টের দ্বারস্থ হওয়ায়, স্বাভাবিকভাবেই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এদিকে, রাজ্য সরকারের দায়ের করা মামলা থেকে শুক্রবার সরে দাঁড়ালেন বিচারপতি ভট্টাচার্য। ই মামলার শুনানি কোনও বিচারপতির এজলাসে হবে, তা ঠিক করবেন হাইকোর্টের প্রধান বিচারপতি। 


আরও পড়ুন: Nadia News: ফেসবুকে ভোটসন্ত্রাস নিয়ে কবিতা পোস্ট, মারধরের অভিযোগ TMC-র বিরুদ্ধে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial