সুজিত মণ্ডল, শান্তিপুর: ফেসবুকে ভোটসন্ত্রাস (WB Poll Violence) নিয়ে কবিতা পোস্ট করায় বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শান্তিপুরের বাসিন্দা কল্লোল সরকার গত ২৯ মে ফেসবুকে বিদ্রোহ নামে একটি কবিতা লিখে পোস্ট করেন। তাঁর অভিযোগ, এই ধরনের কবিতা কেন লিখেছেন, এই প্রশ্ন তুলে তাঁকে রাস্তায় আটকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ২৫ জুলাই, তিনি শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও তৃণমূল হামলার অভিযোগ অস্বীকার করেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 


ফের শাসকের রোষে শিল্প। রানাঘাটের পর এবার শান্তিপুর। নাট্যকর্মীর পর এবার প্রহৃত কবি। শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরের বাসিন্দা ৩৪ বছরের কল্লোল সরকার। একাধিক সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন। নিজের লেখা রকয়েকটি বইও রয়েছে তাঁর। কল্লোলের দাবি, 'বিদ্রোহ' নামে একটি কবিতা সোশাল মিডিয়ায় পোস্ট করেন। তার জেরেই গত ২৫ জুলাই তৃণমূলের আক্রমণের মুখে পড়েন তিনি। কল্লোল সরকার বলেন, “২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ভোট না দিতে পারার যন্ত্রণা তাড়া করে বেড়াচ্ছিল। তাই এবারের পঞ্চায়েত নির্বাচনের আগে কবিতার মাধ্যমে প্রতিবাদের সেই ভাষা তুলে ধরতে চেয়েছিলাম। সোশাল মিডিয়ায় কবিতা পোস্ট হতেই শাসকদলের রোষের মুখে পড়তে হয়েছে।’’ ওইদিনই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন কল্লোল। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানা। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। ঘটনা নিয়ে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর কথায়, “বিষয়টি শুনেছি। ঘটনাটি দুর্ভাগ্যজনক। তৃণমূল কংগ্রেস কখনোই এই ধরনের ঘটনাকে সমর্থন করে না। বিষয়টি সম্পূর্ণ খোঁজ নিয়ে দেখছি।’’

এই ঘটনা মনে করিয়ে দিয়েছে জেলবন্দি অনুব্রত মণ্ডলের কথা। সন্ত্রাসের প্রতিবাদে কবিতায় সরব হওয়ায় কবি শঙ্খ ঘোষকে নজিরবিহীনভাবে আক্রমণ করেন তৎকালীন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলে ছিলেন, “এক কবি আছে, কবি। আমরা জানতাম, রবীন্দ্রনাথ কবি, আমরা জানি, নজরুল কবি। উনি নাকি বলছেন, আমাকে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। আমি এখনও বলছি, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। মিথ্যাবাদী কবি আমি নই। উন্নয়ন কি রাস্তায় দাঁড়িয়ে নেই? এটা অস্বীকার করতে পারবেন? কবি, তুমি দেখতে পাওনা? পিঠের চামড়াটা গুটিয়ে নুন-লঙ্কা মাখিয়ে দেব যখন বলেন দিলীপ ঘোষ, তুমি কেমন কবি? তুমি কী ধরনের কবি? নাম তোমার শঙ্খ রাখাটা ভুল হয়েছে। শঙ্খের অপমান করা হয়।’’

গত ৯ এপ্রিল রাতেকবি ভারভারা রাওয়ের লেখা কবিতার উপর ভিত্তি করে, 'কসাই' নামে নাটক মঞ্চস্থ করেন রানাঘাটে নাট্যকর্মী নিরুপম ভট্টাচার্য। নাটকে রূপকের মাধ্য়মে তুলে ধরা হয়, হাথরস, বগটুই এবং হাঁসখালির ঘটনা। সে কারণেই ওই নাট্যকর্মীকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও হুমকি, হামলার অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা।


আরও পড়ুন: Prasar Bharati Recruitment: সংবাদ পাঠক পদে কাজের সুযোগ, নিয়োগের বিজ্ঞপ্তি জারি প্রসার ভারতীর