মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: দুর্গাপুরের বেনাচিতিতে কাবুলিওয়ালার খুনের অভিযোগে গ্রেফতার তাঁরই রাঁধুনী। পুলিশ সূত্রে দাবি, টাকা ধার সংক্রান্ত বিবাদের জেরে দরজার খিল দিয়ে আঘাত করে খুন, জেরায় জানিয়েছে ধৃত, দাবি পুলিশ সূত্রে।                                                         



প্রমাণ লোপাটের চেষ্টা করেও শেষরক্ষা হল না। চাবিই ধরিয়ে দিল কাবুলিওয়ালা খুনে অভিযুক্তকে। গত শুক্রবার দুর্গাপুরের বেনাচিতিতে কাবুলিওয়ালা হাসাম খানের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। তদন্তে নেমে শনিবার তাঁর রাঁধুনিকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে দাবি, জেরায় ধৃত জাহির আলি শেখ জানিয়েছেন, হাসাম খানের কাছ থেকে ৩৮ হাজার টাকা ধার নিয়েছিলেন তিনি।                                                             


ধার শোধ করতে না পারায়, কয়েকমাস ঠিক মতো বেতন পাচ্ছিলেন না। এই নিয়ে শুক্রবার বচসা হলে দরজার খিল দিয়ে মাথায় আঘাত করে খুন করেন। পুলিশ সূত্রে দাবি, কাবুলিওয়ালার আলমারি থেকে লক্ষাধিক টাকা, গয়না নিয়ে চম্পট দেন জাহির। পরে কাবুলিওয়ালার আলমারির ভেতর থেকে ২টি চাবি উদ্ধার হলেও একটি চাবি ছিল না।                                                          


আরও পড়ুন,  টেট -এ ভুল প্রশ্ন, আরও ৫৪ জন নিয়োগের নির্দেশ


যা দেখে পুলিশ অনুমান করেছিল, রাঁধুনি জাহিরই কাবুলিওয়ালাকে খুন করেন। তদন্তে নেমে বাঁকুড়ার হাটআশুড়িয়াতে জাহিরের বাড়িতে যায় পুলিশ। সূত্রের দাবি, সেখানেই তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয় আলমারির খোয়া যাওয়া একটি চাবি।                               


আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে এসিপি তথাগত পাণ্ডে বলেন, "শুধু গ্রেফতারের অংশটা রাখবে। তল্লাশিতে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২০ হাজার টাকা ও সোনার গয়না।" বুধবার ফের ধৃতকে আদালতে তোলা হবে।