সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর :  নিখোঁজ পোস্টার বিতর্কের মধ্যেই ঘাটালে নানা কর্মসূচি নিয়ে পৌঁছলেন তৃণমূল সাংসদ দেব ( MP Dev ) । যোগ দিলেন বীর সিংহ উন্নয়ন পর্ষদের বৈঠকে। সম্প্রতি অভিনয় জগতের সহকর্মী তথা বিরোধী দলের বিধায়ক হিরণ তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনেন হিরণ। সেই সব অভিযোগের জবাব দেব দিলেন নরম গলায় অথচ দৃঢ় ভাবে। 
হিরণকে দেবের জবাব
সম্প্রতি হিরণ চট্টোপাধ্যায় দেবের বিরুদ্ধে বেশ কিছু কড়া মন্তব্য করেন। হিরণ দেবকে কটাক্ষ করে  মন্তব্য করেন, ' সাংসদ হিসাবে আমি প্রত্যেক মাসে মাইনে নেব, সাংসদ হিসাবে আমি এখানে যা কাজ হবে, তার থেকে কাটমানি নেব। গরু চোর এনামুল হকের কাছ থেকেও কাটমানি নেব। নিয়ে আমি সিনেমা করব। আর গার্লফেন্ডকে নিয়ে কোথায় যাব। মলদ্বীপে ঘুরতে যাব। ঘাটালের মানুষ জলের তলায় ডুবে থাকবে। ' 



'হিরণ আমার ভাল বন্ধু'
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ঘাটালের সাংসদ দেব বলেন, ‘দেব এমন কিছু করেনি, যে মাথা নিচু করে থাকতে হবে । হিরণ আমার ভাল বন্ধু, ওকে কিছু বলার নেই। হিরণকে জবাব দেওয়ার কিছু নেই’ । সিনেমা জগতের সহকর্মী হিরণকে কোনওরকম আক্রমণে না গিয়ে অভিনেতা-নেতা দেব বলেন, ‘হয়ত রাজনৈতিক ভাবে আবেগপ্রবণ হয়ে হিরণ কিছু বলেছেন’ । 

মলদ্বীপ ঘুরতে যাওয়া নিয়ে কটাক্ষ 
বান্ধবীকে নিয়ে মলদ্বীপ ঘুরতে যাওয়া নিয়েও হিরণ কটাক্ষ করেন দেবকে। বলেন, ' গার্লফেন্ডকে নিয়ে কোথায় যাব। মলদ্বীপে ঘুরতে যাব। ' এই প্রসঙ্গে দেবের অনুরোধ, ' আমার বান্ধবীকে অপমান করা মানে মহিলাদের অপমান করা। প্লিজ কাউকে ঘরে ঢুকতে বারণ করুন। '
ঘাটালে দেবের দীর্ঘ অনুপস্থিতির জন্য হিরণের তীব্র কটাক্ষ প্রসঙ্গে দেবের জবাব, 'আমি ব্যস্ত থাকি, এটা তো সত্যি কথা।' তবে আগে দেওয়া কথা অনুসারেই তিনি এসেছেন ঘাটালে।


Dev Adhikari: ‘এবার সিবিআইয়ের উচিত হিরণকে ডাকা, আমার সম্পর্কে বেশি জানেন’, পাল্টা জানালেন দেব


এনামুল হকের থেকে কাটমানি নেওয়ার অভিযোগ প্রসঙ্গে দেবের বিদ্রুপ, ' এবার সিবিআইয়ের উচিত হিরণকে ডাকা। ওঁ হয়ত আমার সম্পর্কে বেশি জানেন’। গরুপাচারের টাকায় ছবি বানানোর অভিযোগ প্রসঙ্গে মন্তব্য দেবের।  

দুয়ারে সরকার কর্মসূচি ও হাসপাতালেও বৈঠক করার কথা সাংসদের। বিকেলে ডেবরাতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যাওয়ার কথা তৃণমূল সাংসদ দেবের।