কলকাতা: ঘাটালে ভোটের আগে গরু পাচার-যোগ নিয়ে তোলপাড়। এনামুলের টাকা নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী ও হিরণ চট্টোপাধ্যায়। যার পাল্টা জবাব দিয়েছেন দেব (Dev)। টাকা ফেরানোর তথ্য সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ঘাটালের তৃণমূল প্রার্থী। সেই তথ্য সহ সোশাল মিডিয়ায় দেব লেখেন, "সিনেমা জন্য লগ্নি করেছিলেন। সিনেমা রিলিজের পর ফেরত দিয়ে দেওয়া হয়েছিল...।''


 





বিস্ফোরক শুভেন্দু:
বৃহস্পতিবার, একটি ডায়েরির পাতায় লেখা হিসেব নিকেশ ও লেনদেন সংক্রান্ত নথি এক্স হ্যান্ডলে পোস্ট করে শুভেন্দু অধিকারী দাবি করেন,২০১৬ সালে এনামুল হকের ভাই পিনটু মণ্ডলের থেকে দুই দফায় ৫০ লক্ষ টাকা নিয়েছেন দেব। এনামুলের ডায়েরিতে দেবকে ঘড়ি ও মোবাইল দেওয়ার কথা উল্লেখ রয়েছে বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। সিনেমার জন্য লগ্নি করেছিলেন, সিনেমা রিলিজের পর ফেরত দেওয়া হয়েছিল, বলে পাল্টা এক্স হ্যান্ডলে পোস্ট করে পাল্টা হিসেব দেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব।


 





পিন্টু মণ্ডল আয়োজিত অনুষ্ঠানে ঘাটালের বিজেপি প্রার্থী ও অভিনেতা হিরণের ছবি দেওয়া পোস্টার পোস্ট করে পাল্টা আক্রমণ করেন দেব। অতীতে CBI সূত্রে দাবি করা হয়েছিল, একাধিক সাক্ষীর বয়ানে উঠে আসে গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে দেবের আর্থিক লেনদেন হয়েছিল। এমনকি এনামুলের থেকে একাধিকবার মুল্যবান উপহারও নিয়েছিলেন তিনি। সেই সূত্রে এখনও পর্যন্ত ৩ বার ED-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে দেবকে ।বৃহস্পতিবার, সেই প্রসঙ্গ টেনে ঘাটালের তৃণমূল প্রার্থীকে নিশানা করেন শুভেনদু অধিকারী। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: West Midnapore: ঘরময় ছুটে বেড়াচ্ছে ট্যারান্টুলা, আতঙ্কে দাঁতনের পরিবার