কলকাতা: ভোটের (Loksabha Election 2024) আগে পঞ্চসায়রে সিপিএম (CPM) কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মার, মহিলা সিপিএম সমর্থককে হুমকি দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
সিপিএম সমর্থককে হুমকি, মার: যাদবপুর লোকসভার পঞ্চসায়র থানা এলাকায় ফের আক্রান্ত সিপিএম। এবার সিপিএম কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মার, মহিলা সিপিএম সমর্থকের বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের ভগৎ সিং কলোনিতে। সিপিএমের অভিযোগ, গভীর রাতে বহিরাগতদের নিয়ে তাদের সম্ভাব্য এজেন্টদের বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা। এক সিপিএম কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়।
কী অভিযোগ?
সিপিএমের অভিযোগ, এক মহিলা সমর্থকের বাড়িতে গিয়ে বন্দুক দেখিয়ে হুমকি দেওয়া হয়। যাদবপুরের প্রার্থীর নামে দেওয়াল লেখার কৈফিয়ত চাওয়া হয়। রাতে পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের করেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিনও সকালে এলাকায় যান তিনি। ঘটনায় তৃণমূলের সমালোচনা করেছে বিজেপি। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সকালে ঘটনাস্থলে যায় পুলিশ। কথা বলে আক্রান্তদের সঙ্গে।
ভোটের বাংলায় আগেও আক্রান্ত সিপিএম: গত সপ্তাহে পাটুলিতে ক্যান্সার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর নেতৃত্বে পাটুলি থানার সামনে বিক্ষোভ ও পথ অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। গত ১৭ মে কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডে সিপিএমের একটি পথসভা ছিল। অভিযোগ, সভার আগে মাইকের তার খুলে দেন তৃণমূল কর্মীরা। প্রতিবাদ করায় সিপিএম কর্মী অভীক চৌধুরীকে মারধর করা হয় এবং এলাকায় থেকে সিপিএম করা যাবে না বলেও হুমকি দেওয়া হয়। পাটুলি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত তৃণমূল কর্মী সুজয় মিত্র ভিত্তিহীন অভিযোগ বলে উড়িয়ে দেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Calcutta High Court: সিপিএম-বিজেপির পার্টি অফিস বন্ধের নির্দেশ, কড়া অবস্থান হাইকোর্টের