হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: বুধবারের সকালে বেডিংয়ের (bedding) গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড (fire)। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের (Kakdwip) ঘটনা।


কাকদ্বীপে রেলগেটের কাছে আগুন


দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে রেলগেটের কাছে বেডিংয়ের গুদামে বিধ্বংসী আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় গোটা গুদাম। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকার নতুন রাস্তার রেলগেটের কাছে ওই বেডিংয়ের গুদামে আগুন লাগে। দাহ্য পদার্থ ও প্লাস্টিকের জিনিস মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এলাকায় ছড়িয়েছে আতঙ্ক, স্থানীয় মানুষেরা বাড়ি থেকে বেরিয়ে আসেন। পুলিশও এসেছে পৌঁছেছে ঘটনাস্থলে।                                                               


আগুনের তীব্র লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় ছেয়ে গেছে গোটা আকাশ। সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এখনও। সকাল সাড়ে ১০টা নাগাদ এলাকার বাসিন্দারা ও ব্যবসায়ীরা দেখতে পান ওই গুদামের ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। তৎক্ষণাৎ পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। গোটা ঘটনায় এলাকার ব্যবসায়ীরা প্রচণ্ডভাবেই আতঙ্কিত। দমকল সূত্রে খবর, একটি ইঞ্জিন পৌঁছেছে সেখানে। আরও ইঞ্জিন পাঠানো হচ্ছে বলেও খবর। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের সাহায্য করছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও।                                                                                                                         


আরও পড়ুন: Howrah Murder: হাওড়ায় শিশুকন্যার সামনে গুলি করে খুন মহিলাকে, মৃতা ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী, জানালেন স্বামী


অন্যদিকে রাজারহাটের কাছে নারায়ণপুরে আসবাবের গুদামে বিধ্বংসী আগুন লাগে গত সোমবার রাত ১২টা নাগাদ। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। কাছেই পেট্রোল পাম্প থাকায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অবশেষে দমকলের ৪টি ইঞ্জিনের প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আসবাবের গুদামটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল। রাতেই ঘটনাস্থলে যান রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়।