কলকাতা: বাগনানের চন্দ্রপুরে বন্ধ প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে প্লাস্টিক কারখানার আগুন। ২০২২ সালের ১ মার্চ থেকে বন্ধ রয়েছে কারখানা। শর্ট সার্কিট থেকে কারখানার প্লাস্টিক বর্জ্যতে আগুন, অনুমান দমকলের। 


রাজ্যের অন্যান্য অগ্নিকাণ্ডের খবর-


ইটাহারে বিধ্বংসী আগুনে ভষ্মীভূত প্রায় ১৬ টি বাড়ি। সিলিন্ডার ফেটে পরপর বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডে জখম ৫ শিশুকে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ হাসপাতালে। 


বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার ৪০টি বাড়ি! দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগে পুলিশের গাড়িতে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। মুর্শিদাবাদের লোচনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। পরে ঘটনাস্থলে যান রানিনগরের বিধায়ক। পাশে থাকার আশ্বাস দেন তিনি। 


ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে সন্তোষপুর স্টেশন লাগোয়া প্রায় ৩০টি অস্থায়ী দোকান। কীভাবে আগুন লাগল? কারণ খতিয়ে দেখতে শুক্রবার ঘটনাস্থলে যান আরপিএফের আধিকারিকরা। ব্যবসায়ীদের দাবি, কোনও খাবারের দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে। 


ভর সন্ধেয় আক্রা সন্তোষপুর স্টেশনের প্ল্যাটফর্মের পাশের বাজারে  ভয়াবহ আগুন। ৩০-৩৫ টি দোকান ভষ্মীভূত। ব্যস্ত সময়ে বন্ধ থাকল শিয়ালদহ-বজবজ শাখার রেল পরিষেবা। প্রায় ৩ ঘণ্টা পর স্বাভাবিক হয় রেল পরিষেবা। 


কোচবিহারের তুফানগঞ্জে ভয়াবহ আগুন। ভস্মীভূত ১২টি দোকান।গতকাল রাত ১২টা নাগাদ বক্সীরহাট বাজারে আগুন লাগে। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় কয়েকটি দোকান। আগুন নেভাতে অসম থেকেও দমকলের ইঞ্জিন আনা হয়। ৬টি ইঞ্জিন ঘণ্টা পাঁচেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে ছাই হয়ে যায় ১২টি দোকান। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। রাতে ঘটনাস্থলে যান তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বিডিও। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। বছর দুয়েক আগেও বক্সীরহাট বাজারে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় শতাধিক দোকান। 


ভিন রাজ্যে কাজে গিয়ে আর বাড়ি ফেরা হল না। দিল্লির শাস্ত্রীনগরে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন মালদা ও উত্তর দিনাজপুরের চার বাসিন্দা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।                                                     


 


আরও পড়ুন, পোস্ট অফিসের এক অস্থায়ী কর্মীর বাড়িতে বস্তা বস্তা আধার কার্ড! তুমুল শোরগোল