সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বাড়িতে মিলল বস্তা ভর্তি আধার কার্ড (Aadhaar Card), গ্রেফতার তিলজলার পোস্ট অফিসের এক অস্থায়ী কর্মী। কিছু পরিচয়পত্র পুড়িয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ প্রতিবেশীদের। পঞ্চায়েত ভোটে (Panchayat Election) কারচুপির জন্য তৃণমূলের (TMC) মদতেই বাড়িতে অন্যের পরিচয়পত্র জড়ো করেছিলেন অভিযুক্ত, দাবি বিজেপির (BJP)। ঘটনায় দলীয় যোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। 


ঘরের মধ্যে বস্তা বন্দি হাজার হাজার আধার কার্ড। একশো-দুশো নয়, সংখ্যাটা ৩ হাজার ছুঁইছুঁই। বাড়ি থেকে গুচ্ছ গুচ্ছ আধার কার্ড-সহ তিলজলা পোস্ট অফিসের এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করল পুলিশ। আধার কার্ডের পাশাপাশি অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু রেশন এবং ভোটার কার্ড-ও।


পুলিশ সূত্রে খবর, ধৃত গৌরাঙ্গ সেন, উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, বাড়ির রান্নাঘরে প্রচুর আধার কার্ড পুড়িয়ে নষ্ট করার চেষ্টা করছিলেন ওই পোস্ট অফিসের কর্মী। সন্দেহ হওয়ায় হাবড়া থানায় খবর দেন প্রতিবেশীরা। খবর পেয়ে অভিযুক্ত গৌরাঙ্গর বাড়িতে গিয়ে আধার কার্ড পাহাড় দেখে চক্ষু চড়কগাছ পুলিশের।


কী উদ্দেশ্যে এত আধার কার্ড জড়ো করেছিলেন ওই ডাকঘর কর্মী সদুত্তর দিতে না পারায় গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। এসডিপিও হাবড়া রোহিত শেখ বলেন, 'তিলজলা পোস্ট অফিসের অস্থায়ী কর্মী ২৭১৭টি আধার কার্ড, ১০৯টি রেশন কার্ড এবং ১৯টি ভোটার কার্ড বাড়িতে এনে জমিয়ে রেখেছিলেন। শনিবার তিলজলা পোস্ট অফিসের সাব পোস্টমাস্টার ভাস্কর দে হাবরা থানায় এসে গৌরাঙ্গ নামে অভিযোগ জানান।' 


পঞ্চায়েত ভোটে কারচুপির প্রস্তুতি, খোঁচা বিজেপির। বিজেপি নেতা পার্থপ্রতিম সরকার বলেন, 'ভোটে কারচুপির জন্য় তৃণমূল ওই পোস্ট অফিস কর্মীর বাড়িতে এসব রেখেছিল।' হাবড়া পুরসভার তৃণমূল নেতা ও পুরপ্রধান নারায়ণ সাহা বলেন, 'আধার কার্ড দিয়ে ভোট দেওয়া যায় না, এটা কি জানে না বিজেপি? ঘটনার তদন্ত করছে হাবড়া থানা। আসল তথ্য সামনে আসবে।'                                                 


কর্মস্থল থেকেই কি এইসব আধার কার্ড সরিয়েছিলেন তিলজলা পোস্ট অফিসের ওই অস্থায়ী কর্মী? কেনই বা সেগুলো পোড়াচ্ছিলেন? জানতে ধৃতকে জেরা করছে হাবড়া থানা।


 


আরও পড়ুন, রোদ উঠলে বাইরে থাকাই দুষ্কর! সপ্তাহের শুরুতেই অস্বস্তিকর গরমে নাজেহাল হবে রাজ্য?