সুনীত হালদার, হাওড়া: রাস্তায় ফেলে এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির (Assault) অভিযোগ উঠল এক প্রোমোটর-সহ (Developer) তিনজনের বিরুদ্ধে। গোলাবাড়ি (Howrah) থানা এলাকার ত্রিপুরা রায় লেনে ঘটনাটি ঘটেছে। থানায় অভিযোগ দায়ের করা হলে গোলাবাড়ি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে।


কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, উত্তর হাওড়ার সালকিয়া ত্রিপুরা রায় লেনে বছর পাঁচেক আগে একটি ফ্ল্যাট কেনেন পেশায় ফিজিওথেরাপিস্ট এক মহিলা। কিশোরী এক মেয়েকে নিয়ে সেখানেই থাকছিলেন তিনি। যুবতীর অভিযোগ, গত কয়েক মাস ধরে শিবশঙ্কর ভট্টাচার্য নামে এক স্থানীয় প্রোমোটর ও তার লোকজন, তাঁকে উচ্ছেদের চেষ্টা করছে। শুধু তাই নয়। তাঁকে নানাভাবে হয়রানিও করা হয় বলে জানান নির্যাতিতা। সঙ্গে আরও দাবি, তাঁকে প্রথমে কু'প্রস্তাব দেওয়া হয়েছিল। রাজি না হওয়ায় তাঁর ফ্ল্যাট রেজিষ্ট্রি করে দেওয়া হয়নি। উল্টে অতিরিক্ত টাকা চাওয়া হয়। পরে জলের লাইনও কেটে দেওয়া হয়। গোটা বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা। তাতেও তাঁকে হুমকি দেওয়া হয়। এর পরের ঘটনা বুধবারের। ওই দিন দুপুরে কাজ সেরে নির্যাতিতা যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় বাড়ির সামনেই খোকন নামে এক ব্যক্তি তাঁকে মারধর করেন। এই খোকন শিবশঙ্করের লোক, দাবি অভিযোগকারিণীর। তাঁর দাবি, সেই সময়ই তাঁকে গলা টিপে খুনের চেষ্টা করা হয়। ঘটনাস্থলেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে গোলাবাড়ি থানার সামনে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় চার ঘণ্টা চিকিৎসাধীন ছিলেন নির্যাতিতা। তার পরই, বুধবার রাতে, গোলাবাড়ি থানায় প্রোমোটার-সহ তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। গোটা ঘটনার পর ওই বাড়ির বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। তবে মূল অভিযুক্ত, শিবশঙ্কর ভট্টাচার্য, তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। বরং তাঁর দাবি, বুধবার তাঁর কর্মচারী খোকনের সঙ্গে ওই মহিলার ঝামেলা হয়। তাতে অভিযোগকারিণীই খোকনকে গালিগালাজ ও মারধর করেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁর লোকেরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোলাবাড়ি থানার পুলিশ শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা করেছে ওই তিন জনের বিরুদ্ধে,। গোটা ঘটনার তদন্তও শুরু  হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে পুলিশ।


আরও পড়ুন:ফোন চুরি গেল লন্ডনে, ফেরতও এল পনের মিনিটে !