অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী, অযোধ্যা: ফেব্রুয়ারি মাসের শুরুতেই বাংলা থেকে ভক্তদের দলে দলে অযোধ্যায় নিয়ে গিয়ে রাম মন্দির দর্শন করাতে উদ্যোগ নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। আগামী ৫ ফেব্রুয়ারি বাংলার কর্মী সমর্থকদের রামলালা দর্শনের ব্যবস্থা করেছে বিশ্ব হিন্দু পরিষদ। ফেব্রুয়ারি মাসে রাম মন্দির দর্শনে দলীয় বিধায়কদের নিয়ে যেতে পারেন বিরোধী দলনেতাও।
অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের আগে দক্ষিণ ভারতের একাধিক মন্দির ও ধর্মীয় স্থানে নরেন্দ্র মোদির কর্মসূচিকে, লোকসভা ভোটের প্রাক্কালে অত্যন্ত কৌশলী সিদ্ধান্ত হিসেবে দেখছেন অনেকে। গেরুয়া শিবিরের বিশেষ নজর রয়েছে বাংলার ওপরেও! ফেব্রুয়ারি মাসের শুরুতেই বাংলা থেকে ভক্তদের দলে দলে অযোধ্যায় নিয়ে গিয়ে রাম মন্দির দর্শন করাতে উদ্যোগ নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। সূত্রের দাবি, প্রত্যেক রাজ্য থেকে আগত পুণ্যার্থীদের জন্য নির্দিষ্ট দিন বরাদ্দ করা হয়েছে। তেমনই বাংলার জন্য বরাদ্দ হয়েছে ৬ ফেব্রুয়ারি ওই দিনেই বাংলার প্রায় ৫ থেকে ৬ হাজার কর্মী-সমর্থক রামলালার দর্শন করানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বহিন্দু পরিষদ।
জানা গেছে, ৪ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ থেকে এবং ৫ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গ থেকে বিশেষ ট্রেন ছাড়বে। অযোধ্যায় থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে বিশ্ব হিন্দু পরিষদের তরফেই। শুধু সাধারণ মানুষ নন! দলের বিধায়কদের নিয়ে অযোধ্যায় রাম মন্দির যাওয়ার পরিকল্পনা করেছেন বিরোধী দলনেতাও। এ নিয়ে তৃণমূল বিধায়কদের উদ্দেশেও চরম কটূক্তি শোনা গেছে তাঁর গলায়! সব মিলিয়ে অযোধ্যায় রাম মন্দির দর্শন নিয়েও তরজার শেষ নেই।
উল্লেখ্য, গতকাল রামলালার প্রাণপ্রতিষ্ঠার পরই, আজ তাঁকে সচক্ষে দেখতে অযোধ্য়ায় তুমুল উন্মাদনা ভক্তদের। আর তাতে সামিল একাধিক বাঙালি পর্যটক। তাঁদের মধ্য়ে কেউ স্কুটিতে পৌঁছেছেন অযোধ্য়ায়। কেউ আবার বেশ কিছু পথ পায়ে হেঁটে গেছেন রাম মন্দির-দর্শনে। রামলালার দর্শন করতে অযোধ্য়ায় উপচে পড়ল ভিড়। ব্য়ারিকেড ভেঙে ছুটল পূণ্য়ার্থীরা। দ্বিতীয় দিনেই দর্শক সামলাতে রীতিমতো হিমশিম খেতে হল উত্তরপ্রদেশ পুলিশকে। হেলিকপ্টারে পরিস্থিতি প্রদর্শন করলেন যোগী আদিত্য়নাথ। রাম দরবারে হাজির হতে একদিকে, ভোররাত থেকে ভক্তদের ঢল নেমেছে অযোধ্যায়। স্থানীয় বাসিন্দাদের মুখে মুখে ফিরছে রাম মন্দির আন্দোলনের স্মৃতিকথা। এমন প্রধানমন্ত্রী-সহ তারকা সমাবেশের মধ্যে দিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা তাঁদের মধ্যে আলাদাই উৎসাহ তৈরি করেছে।