কলকাতা: আর জি করকাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় মানব বন্ধন (Human Chain Chaos) জুনিয়র ডাক্তারদের। আর সেই মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ধর্মতলায় ডিসি সেন্ট্রালকে ঘিরে বিক্ষোভ আন্দোলনকারীদের। 'গো ব্যাক' স্লোগান দিলেন আন্দোলনকারীরা।
ধর্মতলায় মানব বন্ধন: দ্রোহ রুখতে গড়ে তোলা হয়েছিল দুর্গ। লোহার শিকল দিয়ে আটকে দেওয়া হয়েছিল রাজপথ। আদালতের রায়ে হল শৃঙ্খলমুক্তি, সরে গেল ব্যারিকেড। হাতে হাত রেখে তৈরি হল অঙ্গীকারের মানব-শৃঙ্খল। বাধা সৃষ্টি করার অভিযোগে, পুলিশকে ঘিরে হল বিক্ষোভও। ধর্মতলায় ছিল জুনিয়র ডাক্তারদের ডাকে মানব বন্ধন কর্মসূচি। আদালতের রায়ে ব্যারিকেড সরে যেতেই রাস্তায় গড়ে ওঠে মানুষের ব্যারিকেড। আন্দোলনকারীদের সঙ্গে মানবন্ধনে যোগ দেন বিভিন্ন বয়সের মানুষ। এরই মধ্যে তাল কাটে কিক্ষক্ষণের জন্য। মানববন্ধনের মধ্যে ঢুকে পড়ে পুজো কার্নিভালে প্রতিমা নিয়ে যাওয়া কয়েকটি গাড়ি। ক্ষোভে ফেটে পড়েন অংশগ্রহণকারীরা। ঘটনার জেরে বিক্ষোভের মুখে পড়েন পুলিশের পদস্থ কর্তারা। দেওয়া হয় গো ব্যাক স্লোগান।
মানববন্ধন কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ধর্মতলা। ঠিক যে জায়গায় মানব-বন্ধন কর্মসূচি চলছিল, সেখান দিয়েই যাচ্ছিল শ্রীভূমি স্পোর্টিং-এর পুজো কার্নিভালে অংশগ্রহণকারী গাড়ি। অন্য় একটি গাড়িতে ছিলেন মন্ত্রী সুজিত বসু। গাড়িগুলি ঘিরে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্য়ায়কে ঘিরে বিক্ষোভ ও গো ব্য়াক স্লোগান ওঠে মানববন্ধন কর্মসূচি চলাকালীন তার মধ্য়ে দিয়ে এগোতে থাকে পুজো কার্নিভালের একের পর এক গাড়ি। আন্দোলনকারীদের একাংশের অভিযোগ, পুলিশে ইচ্ছে করেই মানব বন্ধনের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়েছে। অন্যদিকে দেখা যায়, আরও একটি ছবি। যে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, সেই পুলিশকে রক্ষাকবচ দিতে আার এগিয়ে আসে আরেক অংশ। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই কাজ বলে জানান তাঁরা।
আর জি কর-কাণ্ডের বিচার ও হাসপাতালের নিরাপত্তা সহ ১০ দফা দাবিতে ৫ অক্টোবর রাত থেকে ধর্মতলায় অনশন শুরু করেছেন বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার অনশনে যোগ দিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার স্পন্দন চৌধুরী এবং অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ হাইজিনের জুনিয়র ডাক্তার রুমেলিকা কুমার। ফলে কলকাতায় অনশনকারীর সংখ্যা দাঁড়াল ৭। উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজে ১ জন অনশন করছেন। কলকাতা ও উত্তরবঙ্গ মিলিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ৭ জন জুনিয়র চিকিৎসক। অনশন চালিয়ে যাচ্ছেন মোট ৮ জন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।