উজ্জ্বল মুখোপাধ্যয়, ধূপগুড়ি : সাগরদিঘি মডেলের (Sagardighi Model) পুনরাবৃত্তি দেখা গেল না ধূপগুড়িতে (Dhupguri By Election)। রাজ্যে তৃণমূলের সঙ্গে 'কুস্তি'তে ধরাশায়ী হতে হল অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury), মহম্মদ সেলিমদের (MD Selim)। ধূপগুড়িতে জামানত জব্দ হয়েছে সিপিএম প্রার্থীর। ভোটের ফল ঘোষণার পর দেখা গিয়েছে, কার্যত ভরাডুবি কংগ্রেস সমর্থিত বামপ্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ের। ৬ শতাংশ ভোটেই আটকে থেকেছে বাম-কংগ্রেস জোটের ভোট। ১৪ হাজারের মতো ভোট পেয়েছেন তিনি।
একুশের বিধানসভা ভোটে যেখানে তৃণমূল প্রার্থী মিতালি রায়কে যেখানে ৪ হাজার ৩৫৫ ভোটে হারিয়েছিলেন বিজেপির বিষ্ণুপদ রায়। সেখানেই তেইশের উপনির্বাচনে, বিজেপির তাপসী রায়কে ৪ হাজার ৩০৯ ভোটে হারালেন তৃণমূলের নির্মলচন্দ্র রায়। মাত্র ২৮ মাস আগে জেতা আসন হাতছাড়া হল বিজেপির (BJP)। আর উল্লেখযোগ্যভাবে জলপাইগুড়িতে, মাগুরমারি ২, বারোঘরিয়ার মতো সংখ্য়ালঘু অধ্যুষিত অঞ্চলে সেই ভোট গেছে তৃণমূলের দিকে। সাগরদিঘিতে দেখা গিয়েছিল, সংখ্যালঘু ভোটের সিংহভাগ গিয়েছিল বাম (Left) সমর্থিত কংগ্রেস (Congress) প্রার্থীর দিকে, কিন্তু ধূপগুড়িতে দেখা গেল না যে ছবি।
ধূপগুড়ি উপনির্বাচনে হারের পর সংগঠনের ব্যর্থতা ও মানুষের আস্থা অর্জন করতে না পারাকেই কারণ হিসেবে দেখছে বাম নেতৃত্ব। সিপিএমের কেন্দ্রীয় সমিটির সদস্য সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) ব্যাখ্যা, সাংগঠনিক দুর্বলতা তো রয়েছেই। মানুষকে কেন দোষ দেব। পঞ্চায়েত ভোটে মানুষ ভোট দিতে পারেননি বেশিরভাগ ক্ষেত্রে, এবারে তেমনটা হয়নি। বরং মানুষ মনে করেননি বিজেপিকে বা তৃণমূলকে আমরা হারাতে পারব। তার জেরেই সম্ভবত কাঙ্খিত ভোট পাইনি আমরা। তবে পরিস্থিতি এরকম থাকবে না, বদলে যাবে।
প্রসঙ্গত, ধূপগুড়িতে ৪ হাজার ৩১৩ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। ৯৬ হাজার ৯৬১ ভোট পেলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় । ৯২ হাজার ৬৪৮ ভোট পেলেন বিজেপি প্রার্থী তাপসী রায়। ১৩ হাজার ৬৬৬ ভোট পেলেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপির থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল। কার্যত কোনও ছাপই ফেলতে পারল না বাম-কংগ্রেস জোট। অভিষেকের মহকুমা-ঘোষণাই ফ্যাক্টর, মানলেন খোদ বিজেপি প্রার্থী।
আরও পড়ুন- 'বাংলার মাটি বাংলার জলের জয়' ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের জয়ে প্রতিক্রিয়া মমতার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন