শুভেন্দু ভট্টাচার্য, ধূপগুড়ি: জুড়াপানি ভূতেরহাট প্রাথমিক বিদ্যালয়। বুথের দরজার সামনে দাঁড়িয়ে থাকা রাজ্য পুলিশের বিরুদ্ধে স্লিপের ইস্যুতে গুরুতর অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী তাপসী রায় (BJP Candidate Tapasi Roy)। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ওই বিজেপি প্রার্থী। একাধিক জায়গায় বুথের ২০০ মিটারের মধ্যে পুলিশকে থাকতে দেখা গিয়েছে বলে অভিযোগ। তবে শেষ অবধি পাওয়া খবরে,  বিজেপি প্রার্থী তাপসী রায়ের অনুরোধে বুথের দরজা থেকে সরে দাঁড়াল পুলিশ (Police)। 


প্রসঙ্গত, উপনির্বাচনের আগের রাতে ধূপগুড়িতে প্রকাশ্যে আসে উত্তেজনা। নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বাগযুদ্ধে জড়ান এলাকার বিজেপি কর্মীরা। ভোটের আগের রাতে বিরোধী রাজনৈতিক দলগুলির পতাকা, ফ্লেক্স খুলে দেওয়ার অভিযোগ তুলে কমিশনের বিরুদ্ধে সরব হয় গেরুয়া শিবির। বিভিন্ন জায়গায় বেআইনিভাবে পতাকা লাগালেও কীভাবে তৃণমূলকে ছাড়? সেই বিষয়েও প্রশ্ন তুলে বিক্ষোভ দেখায় বিজেপি।


উল্লেখ্য, এদিন নির্দিষ্ট সময় মেনেই শুরু হয়েছে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। চলবে বিকাল ৫টা পর্যন্ত। ধূপগুড়িতে মোট বুথ ২৬০টি। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোটগ্রহণ হবে উত্তরবঙ্গের এই বিধানসভায়। পাহাড় লাগোয়া এই কেন্দ্রে লড়াই এবার ত্রিমুখী। লড়াইয়ে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোট। ২০২১ বিধানসভা নির্বাচনে এ আসনে বিজেপির টিকিটে জয়ী হন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতে এই উপনির্বাচন।


বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়। বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাওয়াইয়া গানের শিল্পী তথা শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়। অন্যদিকে, উপ নির্বাচনের মাত্র ২ দিনে আগে রবিবার ২০২১-এ পরাজিত তৃণমূল প্রার্থী মিতালি রায় যোগ দেন বিজেপিতে।  কার দখলে যাবে ধূপগুড়ি বিধানসভার রাশ?  জানা যাবে ৮ সেপ্টেম্বর। 


আরও পড়ুন, আড়াই ঘণ্টা পার, ধূপগুড়িতে চলছে ভোটগ্রহণ পর্ব, ৬৬ নং বুথে EVM গোলযোগ


প্রসঙ্গত,  ধূপগুড়ি উপনির্বাচনের আগে ধাক্কার মুখে তৃণমূল। কারণ বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালি রায়। ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত তৃণমূলের বিধায়ক ছিলেন মিতালি। ২০২১ সালে ওই আসনেই বিজেপি প্রার্থীর কাছে হেরে যান মিতালি। তারপর থেকে দল তাঁর সঙ্গে যোগাযোগ রাখেননি বলে তাঁর অভিযোগ। যদিও উপনির্বাচনের প্রচারে ধূপগুড়িতে অরূপ বিশ্বাস যখন যান, তখন তাঁর সঙ্গে কথা বলেন। তারপরে প্রচারে দেখা যায় মিতালি রায়কে। শনিবার, ধূপগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সভাতেও হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক মিতালি রায়।