গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ভোটের (Lok Sabha Election) মুখে ডায়মন্ড হারবারে (Diamond Harbour) তৃণমূল (TMC) কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। তৃণমূল কর্মী কৌশিক জানার মা পার্বতী জানা মশাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা। গুরুতর জখম অবস্থায় আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, অভিযুক্ত বিজেপি কর্মী নবকুমার নস্করকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, তৃণমূল পঞ্চায়েত সদস্যার অভিযোগ, তাঁর ছেলেকে মাঝেমধ্যেই হুমকি দিতেন ওই বিজেপি কর্মী। গতকাল মশাট বাজারে দু’জনের বচসা চলাকালীন তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে কোপান ওই বিজেপি কর্মী।
যদিও বিজেপির দাবি, ব্যক্তিগত কারণে বচসার জেরে এই ঘটনা। ভোটের মুখে বিজেপিকে টেনে রাজনীতি করার চেষ্টা হচ্ছে।
এদিকে কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের খেলারামপুরে বিজেপি কর্মীকে গুলি করে মারার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এখানেই শেষ নয় তৃণমূলের বিরুদ্ধে এলোপাথাড়ি বোমাবাজির অভিযোগ তুলল বিজেপি । লোকসভা ভোটের আগে ফের একবার অশান্ত দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের খেলারামপুর।
পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে এলোপাথাড়ি বোমাবাজির অভিযোগও তুলেছে বিজেপি। গত পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার কৃ্ষ্ণপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হয়। বিজেপির সমর্থনে পঞ্চায়েত দখল করে নির্দল। তারপর থেকেই বেছে বেছে, বিজেপি এবং বিজেপি সমর্থিত নির্দলদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ।
অন্যদিকে, নির্বাচনের দিন ঘোষণা হতেই শুরু অশান্তি। বুজেপির বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদের অঞ্চল সভাপতিকে মারধর করার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানে। আবার তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিয়োগ উঠল দক্ষিণ ২৪ পরগনায়। ২ পক্ষের ৩ জনকে গ্রেফতার করেছে মথুরাপুর থানার পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে