ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুরের মারিশদায় জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে দিব্যেন্দু অধিকারীর গাড়ি (Dibyendu Adhikari Accident)। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও তমলুকের সাংসদের বুক-হাতে চোট লেগেছে।
হলদিয়া থেকে কাঁথি ফেরার সময় মারিশদায় দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গাড়ি। ১১৬ বি জাতীয় সড়কে একটি লরিতে ওভারটেক করার সময় দুর্ঘটনা। জানা যাচ্ছে, একটি গাড়িকে ওভারটেক করার সময় সামনে হঠাৎ একটি কুকুর চলে আসায় গাড়ি আচমকা ব্রেক কষায় আঘাত লাগে দিব্যেন্দু অধিকারীর বুক-হাতে। সাংসদ নিজেও জানিয়েছেন, "বুকের পাঁজরে এবং আঙুলের হাড়ে কিছুটা আঘাত রয়েছে"।
শনিবার বিকেলে হলদিয়াতে (Haldia) একটি কর্মসূচিতে গিয়েছিলেন দিব্যেন্দু অধিকারী। সেখান থেকে কাঁথিতে বাড়ি ফেরার পথে মারিশদায় দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়কে একটি লরিকে টপকে এগিয়ে চলেছিল সাংসদের কনভয়। তখনই ঘটে বিপত্তি। রাস্তায় একটি কুকুর চলে আসায়, তার প্রাণ বাঁচাতে তীব্র গতিতে ব্রেক কষেন দিব্যেন্দুর গাড়ির চালক।
জাতীয় সড়কে দ্রুতগতিতে গাড়ি ছুটতে ছুটতে হঠাৎই ব্রেক কষায় সিট থেকে কার্যত ছিটকে সামনের অংশে গিয়ে ধাক্কা খান শুভেন্দুর ভাই। যার জেরে আঘাত লাগে বুকে ও হাতে। যদিও সৌভাগ্যবশত বড় কোনও বিপত্তি ঘটেনি। সাংসদের দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছয় মারিশদা থানার পুলিশ (Marishda Police Station)। দুর্ঘটনার অভিঘাত কাটিয়ে দ্রুত সেখান থেকে বাড়িতে ফিরে আসেন তমলুকের সাংসদ।
বাড়ি ফেরার পর পারিবারিক চিকিৎসককে ডেকে পাঠানো হয়। তারপর তাঁর তত্ত্বাবধানেই শুরু হয়েছে চিকিৎসা। জানা যাচ্ছে, আঘাত লাগার জেরে খানিক বিশ্রাম নে্ওয়ার পরামর্শই দেওয়া হয়েছে সাংসদকে।
আরও পড়ুন- সুড়ঙ্গ-যন্ত্রণা ঘোচাতে যন্ত্র ছেড়ে আস্থা মানুষে, অন্ধকার কাটিয়ে আলোর মরিয়া খোঁজ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।