আবীর দত্ত, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: অমরা মানিকতলার (Maniktala) দিব্যেন্দু রায়। ৩ দিন আগে বন্ধুদের নিয়ে অমরনাথে গিয়েছিলেন বছর পঞ্চাশের দিব্যেন্দু। যোগাযোগ করতে না পারায় উদ্বিগ্ন পরিবার। আজ যোগাযোগ হওয়ার পর, ওই পুণ্যার্থী জানিয়েছেন, তাঁকে উদ্ধার করে বেস ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।
মানিকতলার দিব্যেন্দু রায় আটকে পড়েছেন
এবিপি আনন্দের প্রতিনিধিকে দিব্যেন্দু রায়ের ভাই শুভেন্দু রায় জানিয়েছেন, ''ওখানে নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে। ওঁরা একসঙ্গে অনেকে গিয়েছেন। ট্রেনেই তো দু দিন লাগে। ২ দিন পর থেকেই ফোন করছিলাম, ফোন তুলছে না। এরপর থেকে আর ফোনই নেই। টিভিতে দেখলাম এই খবর। খুব উদ্বিগ্ন রয়েছি।'' দিব্যেন্দু রায়ের ভাই শুভেন্দু রায় আশাবাদী রাজ্যের মুখ্যমন্ত্রী সক্রিয় ভূমিকা নিক।
লেকটাউনে বিপুল ঘোষও আটকে পড়েছেন
শুধু দিব্যেন্দু রায়ই নন, তালিকায় রয়েছেন বিপুল ঘোষ নামে আরও এক ব্যক্তিও। লেকটাউনের দক্ষিণ দাঁড়ির বাসিন্দা। মঙ্গলবার কয়েক জন বন্ধুর সঙ্গে গিয়েছিলেন অমরনাথ যাত্রায়। খোঁজ না পাওয়ায় উদ্বেগে দিন কাটছিল পরিবারের। গতকাল সন্ধেয় যোগাযোগ হয়। বর্তমানে পহেলগাঁও বেস ক্যাম্পে রয়েছেন বছর আটচল্লিশের বিপুল।
বেড়েই চলেছে মৃতের সংখ্যা
এদিকে অমরনাথের বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছ ১৫, নিখোঁজ বেশ কয়েকজন। সেনাবাহিনী ও ITBP জওয়ানদের পাশাপাশি উদ্ধারকাজ চালাচ্ছে NDRF। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ জম্মু-কাশ্মীরের অমরনাথ গুহার কাছে হঠাত্ শুরু হয় মেঘভাঙা বৃষ্টি। মুহূর্তের মধ্যে ভেসে যায় পুণ্যার্থীদের ২৫টি ক্যাম্প। পুণ্যার্থীরা জানিয়েছেন, মিনিট দশেকের মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে যান বেশ কয়েকজন। জলের তোড়ে নেমে আসে বড় বড় পাথর। আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রা। পরিস্থিতি নিয়ে লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। দুর্ঘটনা সম্পর্কে খবরাখবরের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে NDRF।
আরও পড়ুন: অমরনাথের বিপর্যয়ে টাটকা উত্তরাখণ্ডের হড়পা বানের স্মৃতি