পূর্ণেন্দু সিংহ ও সমীরণ পাল, বাঁকুড়া ও উত্তর ২৪ পরগনা: একদিকে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ছেন তৃণমূল নেতা-বিধায়ক-সাংসদরা। অন্যদিকে আবাস যোজনা নিয়ে তৃণমূল বিধায়কের নিশানায় পড়লেন সরকারি আধিকারিকদের একাংশ। সরকারি আধিকারিকদের একাংশ ঠিকমতো কাজ করছেন না বলে অভিযোগ করলেন বিধায়ক।  


প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে সরকারি আধিকারিকদের নিশানা করলেন তালডাংরার তৃণমূল বিধায়ক। অনেকেই ঠিকমতো কাজ করছেন না বলে অভিযোগ করলেন অরূপ চক্রবর্তী। উল্টোদিকে উত্তর ২৪ পরগনায় আমডাঙায় দিদির দূত কর্মসূচিতে গিয়ে বেহাল রাস্তা নিয়ে এক প্রধান শিক্ষকের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক রফিকুর রহমান।  


কী অভিযোগ বিধায়কের:
তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, 'আমাকে মমতা পাঠিয়েছে, সরকারি অফিসার অনেক জায়গায় করছে না, লিখছে না, এন্ট্রি করছে না, তার জন্য আমাদের বলেছে গ্রামে গিয়ে দেখতে হবে।'


প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে পঞ্চায়েত ভোটের আগে, রাজ্য় রাজনীতি এখন তোলপাড়। আর সেই ইস্য়ুতেই আরও এক তৃণমূল বিধায়কের নিশানায় সরকারি আধিকারিকরা। মঙ্গলবার বাঁকুড়ার তালডাংরার বলরামপুরে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে দিদির দূত হিসেবে যান স্থানীয় তৃণমূল বিধায়ক। তাঁকে সামনে পেয়েই, আবাস যোজনায় বঞ্চনার অভিযোগ তোলে স্থানীয়দের একাংশ। পাশপাশি, পানীয় জলের সংকট নিয়েও সরব হন গ্রামবাসীরা। সেই সময়েই আবাসে বঞ্চনা নিয়ে সরকারি আধিকারিকদের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করেন বিধায়ক অরূপ চক্রবর্তী। তিনি বলেন, 'এই গ্রামে অনেকের বাড়ির দরকার ছিল তাদের নাম কেন বাদ দেওয়া হল সেটা জানার চেষ্টা করব।কিছু সরকারি আধিকারিকের খামতি রয়েছে। জনপ্রতিনিধিরা যেমন গ্রামে গ্রামে ঘুরছেন প্রশাসনিক আধিকারিকদের গ্রামে গ্রামে ঘোরার প্রয়োজন আছে। শুধু অফিসে বসে কাজ করলেই হবেনা গ্রামের মানুষের দরজায় গিয়ে সরকারি আধিকারিকদের খোঁজ নিতে হবে।' এর আগেও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ নিয়ে বিডিও-কে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল তালডাংরার তৃণমূল বিধায়ককে। চলতি মাসেই তিনি বলেছিলেন, 'কোনও দোতলা ঘরের মালিক যদি ঘরের টাকা পায়, সেই বিডিও-র চাকরি থাকবে না।'


গোটা ঘটনায় রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছে জেলা বিজেপি নেতৃত্ব।


আমডাঙাতেও বিক্ষোভ:
দিদির দূত কর্মসূচিতে গিয়ে প্রায়শই স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ছেন রাজ্যের শাসক দলের নেতা-মন্ত্রীরা। এবার উত্তর ২৪ পরগণায় ফের দেখা মিলল সেই ঘটনার। আমডাঙায় দিদির দূত কর্মসূচিতে গিয়ে বেহাল রাস্তার কারণে প্রধান শিক্ষকের ক্ষোভের মুখে পড়লেন স্থানীয় তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। আমডাঙার বেড়াবেড়িয়া ভগীরথ আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অভিযোগ, বেহাল রাস্তার কারণে সম্প্রতি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমে গিয়েছে। অভিযোগ শুনে রাস্তা তৈরির আশ্বাস দিয়েছেন বিধায়ক। বিধায়ক রফিকুর রহমান বলেন, 'রাস্তার টেন্ডার হয়ে গেছে দ্রুত কাজ শুরু হবে।' এদিন আমডাঙায় কর্মসূচিতে স্থানীয়ল বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়ও।

আরও পড়ুন: বাড়ি ফেরার পথে গুলি! মৃত্য়ু তৃণমূল নেতার