কলকাতা : নিশানায় অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তাঁকে ফের বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, "বীরভূমে গিয়ে প্রথমবার লোককে হাসতে দেখলাম।"


কী বললেন দিলীপ ?


গরুপাচার মামলায় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডলকে CBI গ্রেফতার করার পর থেকে একাধিকবার তাঁকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন দিলীপ। আজও বিঁধলেন তাঁকে। বীরভূম সফরের প্রসঙ্গ তুলে। দিলীপ বললেন, "বীরভূমে গিয়ে প্রথমবার লোককে হাসতে দেখলাম। খুশি দেখলাম। রাস্তায় বেরিয়েছিল লোক। গতবারে গিয়েছিলাম। সকালে চায়ের দোকানে চা খেতে পারিনি। চা চক্র করব বলে চায়ের দোকান বন্ধ করে দিয়েছিল। এবার একাধিক জায়গায় গিয়ে চা খেলাম। লোকে হেসে ডেকে চা খাওয়াচ্ছে। বিহারের লোকেরাও ভাবছে লালুকে দেবে। বেরোলে তো । "


আরও পড়ুন ; ‘উনি নেই বলে যা ইচ্ছা করছ! বেরোলে তোমাদের হবে’, বোলপুরে দিলীপের মুখে ‘কেষ্টনাম’


অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর বীরভূম এখন কার্যতই ফাঁকা মাঠ। সেই সুযোগে গোল দিতে নেমে পড়েছে বিজেপি। ‘কেষ্টদা’ ফিরে আসতে পারে বলে বীরভূমবাসীকে স্মরণও করান দিলীপ। 


বিজেপি-র কর্মসূচিতে যোগ দিতে বুধবার থেকে বীরভূমে ছিলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ। বৃহস্পতিবার সকালে সেখানে হাঁটতে বেরোন তিনি। পৌঁছে যান বোলপুরের শ্রীনিকেতন কিষাণ মান্ডিতে। সেখানেই অনুব্রতর নাম ওঠে তাঁর মুখে। 


বাজারে মাছের দরদাম করছিলেন তিনি। জানতে পারেন, বাটা বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। ১৬০ টাকা দরে বিকোচ্ছে পোনা। তাতে মাছ বিক্রেতাদের উদ্দেশে দিলীপ বলেন,  ‘‘বাটা ১৫০, কাতলা, পোনামাছ সব ১৬০ ? নীচে নামছ না আর ? কেষ্টদা নেই বলে যা ইচ্ছা করছ ? বেরোক একবার, তোমাদের হবে।’’


প্রসঙ্গত, মঙ্গলকোট মামলায় (Mangalkote Case) বেকসুর খালাস পেয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। "অন্যায় করিনি, তাই আজ বেকসুর খালাস হলাম। অন্যায় কোনও দিন করিনি, সবেতেই বেকসুর খালাস হব", বলে মনে করেন তিনি। তথ্যপ্রমাণের অভাবে আজ মঙ্গলকোট মামলায় বেকসুর খালাস পান অনুব্রত। প্রমাণের অভাবে খালাস হয়ে যান অনুব্রত সহ ১৪ জন। শুক্রবার আদালতে পেশ করা হলে প্রমাণের অভাবে খালাস হয়ে যান অনুব্রত সহ ১৪ জন। এর জন্য আসানসোল জেল থেকে ৯ সেপ্টেম্বর বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে নিয়ে আসা হয় বিধাননগরে।