রঞ্জিত সাউ, কলকাতা : বিক্ষোভ-প্রতিবাদে টানা তিন দিন রণক্ষেত্রের চেহারা নিয়েছে সন্দেশখালি ( Sandeshkhali )। যার সূত্রপাত শাহজাহান শেখের বাড়িতে ইডি ( ED ) তল্লাশিকে কেন্দ্র করে । এরই মধ্যে সন্দেশখালিতে লাঠিসোটা হাতে বেরিয়ে এসেছে নারী বাহিনী।  নারী নির্যাতনের অভিযোগে সরব হয়েছেন সন্দেশখালি, জেলিয়াখালির প্রমিলাবাহিনী।  ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার বাসিন্দারা। কিন্তু তার মধ্যেই বিরোধীরা প্রশ্ন তুলছেন, এলাকা অগ্নিগর্ভ, কিন্তু সেখানকার সাংসদ চুপ কেন?  


বসিরহাটের সাংসদ নুসরত জাহান। সন্দেশখালি সেই এলাকারই অন্তর্ভুক্ত। তাঁর এলাকা কার্যত মাস খানেক ধরে জ্বলছে। রাজ্য রাজনীতির শিরোনামে সর্বাগ্রে এখন সন্দেশখালি। কিন্তু এলাকার পরিস্থিতি নিয়ে কথা বলতে শোনা যায়নি অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানকে। 


বিরোধীরা এই নিয়ে প্রশ্ন আগেও তুলেছেন। আর এবার সরাসরি তীব্র খোঁচা দিলেন সাংসদ দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। নাম না করেই দিলীপ ( Dilip Ghosh ) বলেন, 'দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই দেবীর এলাকা সন্দেশখালি জ্বলছে। মহিলারা ধর্ষিত। অত্যাচারিত। তারা ঝাঁটা লাঠি নিয়ে পুলিশকে তাড়া করছে। দেবী কে খুঁজে পাওয়া যাচ্ছে না। '  


সন্দেশখালিতে এত অশান্তি সত্ত্বেও দেখা মেলেনি এলাকার সাংসদ নুসরত জাহানের। ওয়াকিবহাল মহলের অভিমত, দিলীপের খোঁচা তার দিকেই। কারণ, সন্দেশখালি নিয়ে নীরব থাকলেও. তিনি কিন্তু সদা-অ্যাক্টিভ সোশাল মিডিয়ায়। ভ্যালেন্টাইনস উইক জুড়ে নজর কেড়েছে নুসরতের ইন্সস্টাগ্রাম পোস্টগুলি। লাইক, লাভ রিয়্যাকশনে ভরে গিয়েছে প্রমিস ডে-তে পাওয়া গিফটের রিল।  এই নিয়ে দিলীপের কটাক্ষ 'তিনি ডগ ডে চকোলেট ডে নিয়ে মেতে আছেন। এরপর ভ্যালেন্টাইন্স ডে করবেন। এরকম লোক কে মানুষ কেন ভোট দেয় যাদের সামান্য সেনসিটিভিটি নেই। কোনো বিবৃতি নেই। কোনো কথা নেই। একবার ওখানে যাওয়া উচিত ছিল। মহিলাদের এই দুঃখের সময় তাকে পাওয়া যাচ্ছে না। এরকম দেবীদের ভোট দিলে এরকমই হবে।' 


একই সঙ্গে সন্দেশখালি ইস্যুতে মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করেছেন দিলীপ ঘোষ । তিনি বলেন, ' একজন মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলাদের এই দুর্দশা হবে, তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, এটা কোনোদিন বাঙালি ভাবতে পারেনি। '  


প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতারির প্রতিবাদে, সোমবার সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকে ১২ ঘণ্টা বন‍্ধের ডাক দিয়েছে সিপিএম। সন্দেশখালির বুধবারের ঘটনায় আজ বসিরহাটের SP অফিস-সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানোর কর্মসূচি রয়েছে সিপিএমের। 


আরও পড়ুন : ৩ ডিগ্রি উঠল পারদ, কাল থেকে মুখভার হবে আকাশের, সরস্বতী পুজোয় কোথায় কেমন আবহাওয়া ?