মোহন দাস, হুগলি : বিজেপির সর্বভারতীয় সহসভাপতি ( Dilip Ghosh ) এখন আরামবাগে । জনসংযোগের লক্ষ্যে চায়ে পে চর্চায় ( Chaye Pe Charcha ) সামিল হন তিনি। খরগপুরের সাংসদ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তীব্র আক্রমণ শানান রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। একের পর এক শাসক দলের নেতারা এখন কেন্দ্রীয় এজেন্সির ( CBI, ED) নজরে।
দিলীপের বিদ্রুপ, শাসক দল যদি দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে, তাহলে ঠগ বাছতে গাঁ উজারের মতো অবস্থা হবে। দিলীপের কটাক্ষ, মুখ্যমন্ত্রী কারও বিরুদ্ধেই ব্যবস্থা নেবে না।
চন্দ্রিমার পাল্টা
শুক্রবার খানাকুলে যান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বলেছেন, রাজ্যে গণতন্ত্র আছে তাই দিলীপ ঘোষ যেখানে খুশি যেতে পারছেন, যা খুশি বলতে পারছেন। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির আরামবাগ সফর নিয়ে শুক্রবার খানাকুলে এই মন্তব্য করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর আরও অভিযোগ, ' আমরা যখন অন্য রাজ্যে যাই সেখানে আমরা বাধা পাই বা আটক হই। বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছেন, থাকবেনও। এর পরে দিল্লি যাবেন, দিলীপ বাবুরা আগে দিল্লি সামলান।
গণতন্ত্র ওদের দয়ায় আছে নাকি : দিলীপ ঘোষ
এই প্রশ্নের উত্তরে পালটা দিলীপের মন্তব্য, গণতন্ত্র ওদের দয়ায় আছে নাকি? গণতন্ত্র আছে কেন্দ্রের জন্য। সাধারণ মানুষের সঙ্গে তৃণমূল যা করেছে, তার ফল দেখতে অপেক্ষা করুন, মাস ছয়েকের মধ্যে যা ঘটার তা ঘটবে, পাল্টা দিলীপ ঘোষ।
এছাড়াও সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস রায়ের মধ্যে সাম্প্রতিক বাগযুদ্ধ নিয়েও মুখ খুলেছেন দিলীপ। তিনি বলেন, 'সবার মধ্যে দ্বন্দ্ব চলছে। গালাগালি থেকে গুলোগুলি। আমরা বিজয়া সম্মিলনী করছি।মিষ্টি খাওয়াচ্ছি।' তাঁর আরও সংযোজন, ' সুদীপ ও তাপসবাবুর মতো সিনিয়র নেতাদের মধ্যে যদি এই হয়, তাহলে তৃণমূলের নিচের তলার অবস্থা ভেবে দেখুন ' , কটাক্ষ দিলীপ ঘোষের।
শুক্রবার বেলদায় প্রাতর্ভ্রমণে বেরিয়ে গো ব্যাক স্লোগান শোনেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । সেদিন তিনি এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি প্রাতর্ভ্রমণে বেরোনোর পরই তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বেলদায় যে গেস্ট হাউসে ছিলেন দিলীপ, তার সামনেও চলে বিক্ষোভ। ১০০ দিনের কাজের টাকা কেন রাজ্য পাচ্ছে না, সেই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। পাল্টা হুঙ্কার দেন দিলীপ ঘোষও। বলেন, ' বুকে পা তুলে দেব ' ! দিলীপের এই মন্তব্যে চাঞ্চল্য ছড়ায়।