কলকাতা: 'যেদিন প্রথম টাকা উদ্ধার হয়েছিল আমি সেদিনই বলেছিলাম এটা হিমশৈলের চূড়ামাত্র। প্রচুর টাকা তোলা হয়েছে'। বুধবার অর্পিতার (Arpita Mukherjee) বেলঘরিয়ার (Belgharia) ফ্ল্য়াট থেকে টাকা উদ্ধারের পর এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন ফের ২০ কোটিরও বেশি টাকা উদ্ধারে কার্যত তোলপাড় রাজনৈচিক মহল। এদিন দিলীপ ঘোষ আরও বলেন, 'আমরা গ্রামেগঞ্জে ঘুরি, লোকে আমাদের বলে। এত লোকের থেকে টাকা তোলা হয়েছে। যত ধরনের সরকারি চাকরি আছে। সব কিছুর জন্য টাকা নেওয়া হয়েছে। সরকারি শিক্ষক-শিক্ষিকার চাকরির জন্য তো জেলা অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছিল কে কোথা থেকে টাকা নেবে'।
দিলীপ ঘোষের (Dilip Ghosh) কথায়, 'সার্বিকভাবে একটা বিরাট কেলেঙ্কারি, বহু বছর ধরে চলছে। অফিসার এমএলএ, এমপি, নেতা নেত্রী সবাই যুক্ত, পুরো পার্টিটাই কালো হয়ে গেছে। এখন পার্থ বাবুকে সবাই অস্বীকার করবেন, পার্টির কেউ নয় বলবেন অনেক চালাকি হবে। বিজেপির কাজ বলেও প্রচার হবেন। কত দূর এর শিকড় জানি না। বাংলার মাথা হেঁট হয়ে গেছে'। এদিন একটি ট্যুইটও করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ।
এদিন অর্পিতার ফ্ল্যাটে পাওয়া টাকার ছবি ট্যুইট করে তিনি লেখেন, ‘অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে ৩৫ কোটির সম্পত্তি উদ্ধার। ‘তৃণমূল সাংসদ সৌগত রায়ও আসতেন এই আবাসনে। আবাসনে অফিসও আছে তৃণমূল সাংসদ সৌগত রায়ের’! আস্তে আস্তে তৃণমূল নেতাদের কালো মুখোশ খুলে যাচ্ছে।