কলকাতা: নন্দীগ্রামে (Nandigram) শহিদ দিবস পালন নিয়ে তৃণমূল ও শুভেন্দুকে একসারিতে এনে কটাক্ষ দিলীপ ঘোষের। "যারা শহিদ হল তাদের কথা ভুলে গিয়ে সবাই নিজেদের কথা ভাবছে। কোনও একটা দিবস রাজনীতির ইস্যু হয়ে যায়। সারা বাংলায় শহিদ আগেও হয়েছে, এখনও হচ্ছে। তাই পাড়ায় পাড়ায় শহিদ দিবস হওয়া উচিত।'' ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)।


তৃণমূল ও শুভেন্দুকে একসারিতে এনে কটাক্ষ: শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস ঘিরে নন্দীগ্রামে ফের সম্মুখসমরে তৃণমূল ও বিজেপি। একই ব্যানারে শাসক ও বিরোধীদলের আলাদা স্মরণ সভা। ভোরের আলো ফোটামাত্র শহিদ স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করল তৃণমূল। বাদ গেল না রাজনীতিও। স্মরণসভার মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন কুণাল ঘোষ। পাল্টা তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। আর ইস্যুতে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির। 


তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের দাবি, নন্দীগ্রামের আন্দোলনকারীরা কেউ বিজেপির সঙ্গে নেই। কুণালের অভিযোগ, সিপিএমের মতো শুভেন্দু অধিকারীও কেন্দ্রীয় এজেন্সি দিয়ে মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে নন্দীগ্রামের আন্দোলনকারীদের। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হলদিয়া-নন্দীগ্রাম সেতু তৈরির কথাও ঘোষণা করেন কুণাল। পাল্টা শুভেন্দু তোপ দাগেন, নন্দীগ্রাম আন্দোলনে যাঁদের ভূমিকা ছিল না, তাঁরাই এখন ক্ষীর মধু খাচ্ছেন। পুলিশ দিয়ে মিথ্যা মামলার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকেও নিশানা করেন বিরোধী দলনেতা। একইসঙ্গে শুভেন্দুর হুঁশিয়ারি, মালদা, পূর্ব মেদিনীপুরের পর, আবাস-দুর্নীতির তদন্তে আরও ১৫টি জেলায় যাবে কেন্দ্রীয়
দল। 


এদিন ভোর ৫টা নাগাদ নন্দীগ্রামে ভাঙাবেড়া ব্রিজের কাছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে তৃণমূলের শহিদ স্মরণ সভার আয়োজন করা হয়। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ছাড়াও হাজির ছিলেন কারামন্ত্রী অখিল গিরি-সহ শাসকদলের নেতারা। মোমবাতি নিয়ে মিছিল করে ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এরপর সকাল ৮টা নাগাদ ভাঙাবেড়া ব্রিজের ২০০ মিটার দূরে শহিদ মিনারে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে এদিন আলাদা স্মরণসভা করেন শুভেন্দু অধিকারী


২০০৭-এর ৭ জানুয়ারি নন্দীগ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম ও ভরত মণ্ডলের। সেই থেকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি এই দিনটিকে শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস হিসেবে পালন করে আসছে। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর, তৃণমূল ও বিজেপির তরফে আলাদাভাবে এই দিনটি পালন করা হয়।


আরও পড়ুন: Kolkata News: শেষ এক বছরের ইন্টার্নশিপ, সার্টিফিকেট না মেলার অভিযোগ, আদালতের দ্বারস্থ দুই জুনিয়র ডাক্তার