কলকাতা : রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে ফের তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।  তাঁর অভিযোগ, গতবছর বিধানসভা নির্বাচনের পর যে হিংসার ঘটনা ঘটেছে, তা রাজ্যের গণতন্ত্রের ইতিহাসে কলঙ্ক।  আজ কাশীপুর সর্বমঙ্গলা ঘাটে গঙ্গায় তর্পণ করেন দিলীপ ঘোষ।  তিনি বলেন, ' রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে সোমবার কলকাতায় মহামিছিল করবে বিজেপি। এই প্রসঙ্গ টেনে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের দাবি, এক বছর আগে কী হয়েছিল, তা মানুষকে তাঁরা ভুলতে দেবেন না' 


ফেসবুকে দিলীপ ঘোষ লেখেন, ' গণতন্ত্র হত্যার কাজ তৃণমূলের সংস্কৃতিতে পরিণত হয়েছে। তৃণমূলের হিংসার আর রক্তলোলুপতার বলি হয়েছেন আমাদের ২০০ অধিক কার্যকর্তারা। তাঁদের সকলের আত্মার শান্তি কামনায় তর্পণ করলাম। ' 





অন্যদিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এদিন সোশ্যাল মিডিয়ায় একই ইস্যুতে ট্যুইট করেন। তিনি লেখেন,  বহু বিজেপি কর্মী ও তাঁদের পরিবার বিধানসভা নির্বাচনের ফলঘোষণার দিন থেকে  রাজ্যে লাগাতার হিংসার শিকার হয়েছেন।  ট্যুইটারে তাঁর অভিযোগ, মহিলাদের ধর্ষণ ও ও নিগ্রহ করা হয়েছে। বাড়ি ঘর পোড়ানো হয়েছে। খুন হয়েছেন অনেকে। লক্ষাধিক মানুষ প্রাণ বাঁচাতে পালিয়েছেন।  


তিনি আরও লেখেন, ' মা দুর্গার আশীর্বাদে আজ আমি বেঁচে আছি। গত বছর আজকের দিনে হলদিয়াতে বিজয়ের শংসাপত্র আনতে গিয়ে তৃণমূলী দুষ্কৃতী আনসার শেখের দলবলের ইট বৃষ্টির মধ্যে পড়ে প্রাণ সংশয় হয়। ভগবান রাম ও হনুমানজির অশেষ কৃপায় বেঁচে ফিরি। '




সোমবার রাজ্য বিধানসভা ভোটের ফল ঘোষণার এক বছর। সঙ্গে বিধানসভায় তৃণমূলের জয়ের হ্যাটট্রিকেরও এক বছর পূর্তি। আর সেদিনই রাজ্যে ভোট পরবর্তী হিংসা ও গণতন্ত্র বাঁচাওয়ের ডাক দিয়ে পথে নামছে বিজেপি! সোমবার কলকাতায় মহামিছিল করবে বঙ্গ বিজেপি।