উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : ২৪ এর লোকসভা ভোটে ( Loksabha Election 2023 ) কঠিন টার্গেট বেঁধে দিয়েছে বিজেপি ( BJP ) হাইকমান্ড। প্রথম দফার ২০ টি আসনের পর বাংলার আরও ১৮ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আর দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বড় চমক। জেতা সিট থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। এবার নিজের কেন্দ্র মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপ ঘোষকে দেওয়া হয়েছে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র।
অন্যদিকে দিলীপ ঘোষের মেদিনীপুরে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। তিনিও সেখানকার মেয়ে নন। তিনি আসানসোনের বিধায়ক। বিজেপির এমন প্রার্থী নির্বাচনে চমক লেগেছে অনেকেরই। তবে এই পরিবর্তনের পরও দিলীপ ঘোষ প্রত্যয়ী জয়ের ব্যাপারে। বললেন, 'দলের মনে হয়েছে আসনটি শক্ত, তাই আমায় পাঠিয়েছে। দলের বিশ্বাসকে রক্ষা করার দায়িত্ব আমার'। ২০১৯ সালে তাঁর ক্যাপ্টেসিতেই বিজেপি ৩ থেকে ১৮য় পৌঁছেছিল বিজেপি। সেই অভিজ্ঞতা ও লড়াইয়ের ওপর ভরসা রেখেই তিনি বললেন, 'গোটা বাংলায় চাষ করেছি, সেই জন্যই ফুল ফুটেছে। অনেকে জিততে পারেন না, অনেকে জেতেন, অনেকে জিতে অন্যকে জেতান। দল যা বলবে সেটাই শেষ কথা'
মেদিনীপুর হারিয়ে কি তবে একটুও ক্ষুব্ধ নন দিলীপ? তাঁর পয়লা প্রতিক্রিয়াতে তো এমন আভাস পাওয়াই যায়নি। বরং মোদি-শাহের বেঁধে দেওয়া টার্গেটকেই পাখির চোখ করেছেন তিনি। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের খেলোয়াড় কীর্তি আজাদ। প্রাক্তন অধ্যাপক ড. সুকৃতি ঘোষালকে এই কেন্দ্রে প্রার্থী করেছে বামেরা। এবার দেখার নতুন কেন্দ্রের মানুষ দিলীপ ঘোষের উপর আস্থা রাখতে পারে কি না। তৃণমূল প্রার্থী ঘোষণা করে দিয়েছে ব্রিগেডের দিনই। কিন্তু বিজেপির সেকেন্ড লিস্ট বেরোতে এত দেরি ! সূত্রের খবর এতে কিছুটা ঝিমিয়ে পড়েছিল স্থানীয় বিজেপি। এবার দিলীপকে প্রার্থী হিসেবে পেয়ে নতুন করে উজ্জীবীত হয়েছে গেরুয়া শিবিরের কর্মীরা।
২০০৯ সালে আসন পুনর্বিন্যাসে তৈরি হয় বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র। প্রথম ভোটে জয়ী হয় সিপিএম, ২০১৪ সালে তৃণমূল। ২০১৯ সালে আড়াই হাজারেরও কম ভোটে জয়ী হন বিজেপির সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। কিন্তু, শেষ বিধানসভা ভোটে এই লোকসভার অন্তর্গত সাতটি আসনের মধ্যে ৬টিতেই এগিয়ে ছিল তৃণমূল। তাই ফলাফলের নিরিখে দলের এখনও অবধি সেরা রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে কঠিন কেন্দ্রেই পাঠাল বিজেপি! বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে এবার দিলীপ ঘোষের সঙ্গে লড়াই একদা বিজেপি সাংসদ, বর্তমানে তৃণমূল প্রার্থী, প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের। এই আসনে সিপিএম প্রার্থী সুকৃতী ঘোষাল।
আরও পড়ুন :