শুভেন্দু ভট্টাচার্য, মেখলিগঞ্জ (কোচবিহার): কোচবিহারের (Coochbehar) মেখলিগঞ্জকে (Mekhliganj), জলপাইগুড়ির (Jalpaiguri) অন্তর্গত বলে উল্লেখ । দিলীপ ঘোষের (Dilip Ghosh) ফেসবুক পোস্ট নিয়ে তৈরি হয় বিতর্ক । মেখলিগঞ্জ কোথায়, জানেনই না দিলীপ ঘোষ (Dilip Ghosh), কটাক্ষ তৃণমূলের (TMC)। বিতর্কের মধ্যেই, বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতির নতুন পোস্ট । এ নিয়ে শুরু হয়েছে জোর তরজা ।
মেখলিগঞ্জ, কোচবিহার জেলার তিস্তাপাড়ের ছোট্ট এক শহর । বুধবার এখানেই একটি দলীয় সভায় যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । সেই সফরের ছবি ফেসবুক ওয়ালে পোস্টও করেন তিনি । সেই সঙ্গে, মেখলিগঞ্জকে জলপাইগুড়ি জেলার অংশ বলে উল্লেখ করেন। যা ঘিরে শুরু হয় তরজা ।
কোচবিহারের তৃণমূল সভাপতি পাল্টা একটি পোস্টে কটাক্ষ করে বলেন, দিলীপ ঘোষ জানেনই না মেখলিগঞ্জ কোচবিহার জেলার অন্তর্গত। কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের (Parthapratim Roy) কথায়, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও সাংসদ জানেন না মেখলিগঞ্জ (Mekhliganj) কোন জেলায়>
ফেসবুক পোস্ট (Dilip Ghosh) ঘিরে, তৃণমূল প্রশ্ন তোলার পরই, দেখা যায়, দিলীপ ঘোষের (Diliop Ghosh) আরেকটি পোস্ট। যেখানে মেখলিগঞ্জকে জলপাইগুড়ি সাংগঠনিক জেলার অন্তর্গত বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, মেখলিগঞ্জ কোচবিহারের (Coochbehar) অন্তর্গত হলেও, এটি বিজেপির জলপাইগুড়ি (Jalpaiguri) সাংগঠনিক জেলার আওতায়।
কোচবিহার (Coochbehar) উত্তরের বিজেপি (bjp) জেলা সভাপতি সুকুমার রায়ের কথায়, আমাদের জলপাইগুড়ি (Jalpaiguri) সাংগঠনিক জেলার মধ্যে পড়ে। সেই হিসেবেই উনি লিখেছেন। আমরা সবাই জানি অযথা বিতর্ক তৈরি করছে তৃণমূল (TMC)।
আরও পড়ুন: SSC Scam: 'মনে হয় না, নম্বর দিতে বৈষম্য করেছেন? ' হাইকোর্টের প্রশ্নের মুখে পর্ষদ
পার্থপ্রতিম রায় আরও বলেন, ভুল করেছেন বলেই তো সরিয়েছেন। এটা একটা মারাত্মক ভুল। এটা দিলীপবাবুর অজ্ঞতা। সবমিলিয়ে ভৌগোলিক বনাম রাজনৈতিক তরজায় সরগরম মেখলিগঞ্জ।