মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে, দিলীপ ঘোষের মন্তব্যে অসন্তুষ্ট নির্বাচন কমিশন। সে কথা কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে সোমবারই। জাতীয় নির্বাচন কমিশনের মতে, দিলীপ ঘোষ আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন । কমিশনের নির্দেশে আরও বলা হয়েছে যে, ভবিষ্যতে জনগণের সামনে কোনও বক্তব্য রাখার ক্ষেত্রে দিলীপ ঘোষকে আরও সতর্ক হতে হবে। কিন্তু সত্যই কি সতর্ক হবেন দিলীপ ? কারণ মঙ্গলবার প্রচারে বেরিয়েই আবার চাঁচাছোলা দিলীপ ঘোষ । এবার দিলীপের দাবি, পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে তিনি একাই লড়াই করেছেন। 


বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বললেন, 'তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি। পশ্চিমবাংলায় আর কে লড়াই করেছে?' প্রচারে বেরিয়ে  কার্যত ঝাঁঝালো সুর শোনা গেল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গলায়। আরও উল্লেখযোগ্য একটি কথা বলেন তিনি। ' 'দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন, এরা কেউ বিজেপি ছিল না  । আমাদের লক্ষ লক্ষ কর্মীরা মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপির ঝান্ডার তলায় এসেছে। এদের সঙ্গে নিয়েই আমরা পরিবর্তন করব' , মন্তব্য দিলীপের। 


 



এ কথা বিজেপি, অবিজেপি সব রাজনৈতিক শিবিরই কম বেশি মানে যে, দিলীপ ঘোষের হাত ধরেই পশ্চিমবঙ্গ থেকে ২০১৯ সালের লোকসভা ভোটে রেকর্ড ১৮টি আসন জিতেছিল বিজেপি। বাংলায় বিজেপিকে পোক্ত করার কারিগর যে তিনিই, এমনটা মনে করেন তাঁর দলের অনেক নেতাও। কিন্তু কোনও কারণে একে একে রাজ্য় সভাপতি, সর্বভারতীয় সহ সভাপতির পদ হারান দিলীপ। তবু তিনি মাটি কামড়েই পড়ে ছিলেন মেদিনীপুরে।। দীর্ঘদিন ধরেই জোর জল্পনা যে বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষ এখন কিছুটা কোণঠাসা। বিজেপি লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করতেই দেখা গেল, দিলীপের জেতা কেন্দ্র থেকেই তাঁকে সরিয়ে দিয়েছে বিজেপি। মেদিনীপুরের পোক্ত জমি থেকে তাঁকে পাঠানো হয়েছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। কিন্তু তা সত্ত্বেও তিনি দমেননি। একের পর এক বাক্যবাণে বিদ্ধ করেছেন বিরোধী শক্তিকে। বিরোধী থেকে দল, এমনকী কমিশনও দিলীপকে সতর্ক করেছে। কিন্তু দিলীপ আছেন নিজের মেজাজেই। 


ঝড় নিয়ে দিলীপের মন্তব্যে ঝড় কাটতে না কাটতেই ফের বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন বিজেপি প্রার্থী। ঝড় কি বিজেপি তৈরি করে নাকি? তবে ঝড়-বন্যা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ চায় তৃণমূল, যাতে কেন্দ্রের পাঠানো আর্থিক সাহায্য পকেটে পুরতে পারে, ফের বেলাগাম মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।  


আরও পড়ুন : 


'আমাদের ঠকতে দেখেই কি এই ভাবনা ওর?' চোখের কোণে জল 'বোকা হতে চাওয়া' ছেলেটার মায়ের