শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: ভোটের মুখে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার রাজ্যে, এবারের ঘটনা কোচবিহারের দিনহাটায় (Dinhata firearms Recovery)। পুলিশের দাবি, বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ সেখানে দু'জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সঞ্জয় সরকার ও রাজু মন্ডল। এই রাজ্যে আগেও বার বার নির্বাচনের আগে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। লোকসভা ভোটের আগে সেই ধারাই কি অব্যাহত থাকবে? প্রশ্ন উঠছে ফের।


কী ঘটল?
গোপন সূত্রে খবর পেয়ে, গত বুধবার, রাত সাড়ে আটটা নাগাদ, গোসানিমারির মালিরহাট এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে দিনহাটা পুলিশ। ধৃতদের থেকে একটি ইম্প্রোভাইজড এক্সটেন্ডেড ব্যারেল ওয়ান শুটার ও একটি তাজা কার্তুজ উদ্ধারও হয় বলে দাবি পুলিশের। দু'জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তও শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, সঞ্জয় এবং রাজুর বাড়ি সিতাই থানার নতুন বস ও ৫৩৭ সিঙ্গিমারি এলাকায়। কিন্তু কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র সঙ্গে রেখেছিল তারা? ভোটের আগে নির্দিষ্ট কোনও কাজের জন্য তাদের হাতে কি এই আগ্নেয়াস্ত্র পৌঁছে দেওয়া হয়? সেক্ষেত্রে কে বা কারা এর নেপথ্যে? তাদের আসল উদ্দেশ্যই বা কী? জানতে তদন্ত করছে পুলিশ। নির্বাচনের মুখে উত্তরের এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ইতিমধ্যেই আলোচিত। পুলিশের তরফ থেকে কড়া নজরদারিও চলছে। তাতে দিনহাটার এই নির্দিষ্ট ঘটনায় সাফল্য মিললেও প্রশ্ন হল, প্রশাসনের নজরদারি সত্ত্বেও বেআইনি আগ্নেয়াস্ত্র নাগালের মধ্যে পৌঁছচ্ছে কী ভাবে?


যেখানে অস্ত্র উদ্ধার...
সপ্তাহখানেক আগে, মালদায়, বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনায় অভিযুক্ত সন্দেহে ১ ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ।মালদার হরিশচন্দ্রপুরে ওই ঘটনা ঘটে। ধৃতের নাম ছিল ফজলুর রহমান, বয়স ৫৫ বছর। গোপন সূত্রে তার কাছে আগ্নেয়াস্ত্র থাকার খবর পেয়ে অভিযান চালান আইসি। তার কাছ থেকে পাইপ গান এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয় বলে জানায় পুলিশ। গত পঞ্চায়েত ভোটের আগেও বিভিন্ন জেলা থেকে কম-বেশি এই ধরনের অভিযোগ শোনা গিয়েছিল। গত বছর এই মার্চ মাসে মালদা জেলাতেই অস্ত্র উদ্ধারের একটি ঘটনা ঘটেছিল। সে বার মালদার ইংরেজবাজারের অমৃতি এলাকা থেকে অস্ত্র কারবারি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। তাদের দাবি, ওই ব্যক্তির থেকে ৩টি আগ্নেয়াস্ত্র  উদ্ধার হয়েছিল। সেবারও গোপন সূত্রে খবর পেয়ে রাতের আঁধারে অভিযান চালায় এসটিএফ। ধৃত অস্ত্র কারবারি মানিকচকের বাসিন্দা। পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির জন্যই ইংরেজবাজারে এসেছিল ওই ব্যক্তি। 


আরও পড়ুন:গরমে অস্বস্তি দিনভর, আজ বৃষ্টির সম্ভাবনা নেই তেমন