উজ্জল মুখোপাধ্যায়, কলকাতা: বিধ্বংসী আগুন (fire) চেতলার (chetla) আবাসনে (residential complex)। ধনশ্রী (Dhanasree Enclave) এনক্লেভের চার তলার ফ্ল্যাটে (Flat) বিধ্বংসী আগুন। এর মধ্যেই দমকল (fire tender) পৌঁছেছে। আশপাশের ফ্ল্যাটেও ছড়িয়ে পড়তে পারে আগুন, আশঙ্কা বাসিন্দাদের। 


কী জানা গেল?
এই মুহূর্তে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চলছে। কোনও ভাবেই অগ্নিকাণ্ড যাতে ছড়িয়ে না পড়তে পারে, সেই চেষ্টা করছে দমকল। ফ্ল্যাটগুলি একেবারে ঘেঁষাঘেঁষি করে তৈরি। ফলে আগুন ছড়ানো থেকে আটকাতে না পারলে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠার আশঙ্কা থাকছে। ফ্ল্যাটের বাসিন্দাদের অনেককেই বের করে নিয়ে আসা হয়েছে। কী ভাবে ও কোথা থেকে আগুন লাগল, সেটা বোঝার থেকে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকেই নজর দিচ্ছে দমকল। 


জতুগৃহ শহর?
এ শহরে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন কিছু নয়। দিনদশেক আগেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল কুদঘাটের এক প্রযোজনা সংস্থার গুদামে। গুদাম দাউদাউ করে জ্বলতে দেখেছিলেন স্থানীয়রা। ঘটনাস্থলে প্রথমে দমকলের ৪ টি ইঞ্জিন পৌঁছয়, পরে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকায় মোট ১৫ টি ইঞ্জিন আসে। ভয়াবহ আগুনের জেরে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয় তখনই। সে দিন সাতসকালেই ভয়াবহ আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। দ্রুত গোটা গুদামে তা ছড়িয়ে পড়তে শুরু করে। আগুনের তাপে ভেঙে পড়ে প্রযোজনা সংস্থা এসকে মুভিজের গুদামের লোহার শেড তথা পাঁচিল। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায়, দ্রুত আগুন ছড়িয়ে যায়। ভেঙে পড়ে পাঁচিল ও লোহার ছাউনি। ফিল্মের রিল, ক্যান সহ একাধিক জিনিস পুড়ে ছারখার হয়ে যায়। তবে এসবের মাঝে স্বস্তির খবর ছিল একটাই। গুদামের মধ্যে কেউ আটকে পড়েননি। তার আগে, অগাস্ট মাসে মহাকরণের ৫ নম্বর গেটের ভিতরে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ায়। সে বার স্বরাষ্ট্র দফতরের এনআরআই বিভাগে আগুন দেখতে পেয়েছিলেন কর্মীরা। সঙ্গে সঙ্গে খবর গিয়েছিল দমকলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬টি ইঞ্জিন পৌঁছয়।হোসপাইপ দিয়ে জল নেভানোর চেষ্টা চলে। কিছুক্ষণের মধ্যে আগুন নেভানোও যায় গিয়েছিল। তবে তার পরও বেশ কিছু ক্ষণ ওই চত্বর থেকে তীব্র পোড়া গন্ধ পাওয়া যায়। ওই ঘটনায় বেশ কিছু নথি পুড়ে গিয়েছে বলে আশঙ্কা ছিল প্রশাসনের।  এ ছাড়াও বহু ছোট-বড় অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে মহানগর। কেন বিপর্যয় সত্ত্বেও ছবিটা বদলাচ্ছে না? প্রশ্ন ওঠে প্রত্যেক বারই।


আরও পড়ুন:দীপাবলির আগেই প্রধানমন্ত্রীর থেকে ৭৫ হাজার জন পেল চাকরির অফার লেটার, সঙ্গে বড় ঘোষণা