আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা অলিপুরদুয়ার। ২০১৪ সালের ২৫ জুন এই জেলা (District) গঠিত হয়। নতুন এই জেলাটি মাদারিহাট, বীরপাড়া, আলিপুরদুয়ার–১, আলিপুরদুয়ার–২, ফালাকাটা, কালচিনি ও কুমারগ্রাম এই ব্লকগুলো নিয়ে আলিপুরদুয়ার জেলা গঠিত। পর্যটকদের জন্য ডুয়ার্স সবসময়ই পছন্দের পর্যটন কেন্দ্র। এছাড়াও জয়ন্তী পাহাড়, বক্সা, চিলাপাতা, লাটাগুড়ি, লেপচাখা, পুকুরি এই স্থানগুলো তো রয়েইছে। এক নজরে দেখে নেওয়া যাক আলিপুরদুয়ারের দর্শনীয় পর্যটন কেন্দ্রগুলো।


বক্সা জাতীয় উদ্যান


আলিপুরদুয়ার জেলার বক্সা পাহাড় অঞ্চলে বক্সা জাতীয় উদ্য়ান অবস্থিত। এই উদ্যানের আয়তন ৭৬০ বর্গকিলোমিটার। এখানে একটি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র রয়েছে। এই উদ্যানে বাঘ, সিভেট ও রেড জঙ্গল দেখা যায়। উদ্যানের মধ্যে বক্সা দূর্গ নামে একটি দুর্গ আছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই দুর্গে কিছুদিন বন্দী করে রাখা হয়েছিল। এছাড়া উদ্যানের মধ্যে একটি শিব মন্দিরও আছে। এটিকে স্থানীয় মানুষেরা পবিত্র মনে করে।



পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত জলদাপাড়া জাতীয় উদ্যানের আয়তন ১৪১ বর্গকিলোমিটার। এই উদ্যানটি তোর্সা তীরে অবস্থিত একটি নদীকেন্দ্রিক বনাঞ্চলময় সুবিস্তীর্ণ তৃণভূমি। এখানকার জীবজন্তুর মধ্যে অবলুপ্তপ্রায় একশৃঙ্গ গণ্ডার বিশেষভাবে উল্লেখযোগ্য। জলদাপাড়ায় পর্যটকদের জন্য এলিফ্যান্ড সাফারির মাধ্যমে জীবজন্তু পরিদর্শনের ব্যবস্থা আছে। এখানকার টোটোপাড়া একটি নৃতাত্ত্বিক পর্যটনস্থল। এটি বিশ্বে টোটো উপজাতির একমাত্র আবাসস্থল।


চিলাপাতা বনাঞ্চল




জলদাপাড়া জাতীয় উদ্যান ও বক্সা জাতীয় উদ্যানের মধ্যবর্তী হাতি করিডোর চিলাপাতা বনাঞ্চল একটি গভীর বঞ্চাঞ্চল। এই বনে বিভিন্ন প্রজাতির জীবজন্তু দেখা যায়। এখানে আগে গণ্ডার দেখা যেত। এখন এখানে গণ্ডার দেখা না গেলেও চিতাবাঘ দেখা যায়। রাভা উপজাতির মানুষেরা এই জঙ্গল থেকে জ্বালানি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ চিলাপাতার কোদালবস্তিতে একটি পরিবেশ-পর্যটন রিসর্ট চালায়। এখানকার প্রধান পর্যটন আকর্ষণ হল নলরাজা গড়। 

 

জয়ন্তী পাহাড়

আলিপুরদুয়ার থেকে ৩০ কিলোমিটার দূরে বক্সা জঙ্গলের ধার ঘেষা জয়ন্তীকে বলা হয় ডুয়ার্সের রানি। ভারত-ভূটান সীমান্তবর্তী পাহাড়ে ঘেরা জয়ন্তী নদীর ধারে এককালে কোনও গ্রাম ছিল বলে শোনা যায়। এখন তার অস্তিত্ব না থাকলেও রয়েছে অল্প বিস্তর চিহ্ন। গর্বের গতিপথ হারিয়েছে জয়ন্তী নদীও।

 

গরুমারা অভয়ারণ্য


গোরুমারা জাতীয় উদ্যান ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত ভারতের একটি জাতীয় উদ্যান৷ পার্ক বা উদ্যানটি হিমালয়ের পাদদেশে অবস্থিত ডুয়ার্স অঞ্চলে অবস্থিত৷ উদ্যানটি প্রাথমিকভাবে ভারতীয় গন্ডার প্রজনন এবং পালনের জন্য বিখ্যাত৷ ২০০৯ সালে পার্কটি ভারতের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দ্বারা সেরা বন্যপ্রাণী সংরক্ষিত এলাকা বলে ঘোষিত হয়েছে৷


আলিপুরদুয়ার কীভাবে পৌঁছবেন?


আকাশপথে: কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে বাসে আলিপুরদুয়ার


রেলপথে: আলিপুরদুয়ার জংশন স্টেশন। কলকাতা থেকে সুপারফাস্ট ট্রেনে পদাতিক, উত্তরবঙ্গ এই ট্রেনগুলোয় আলিপুরদুয়ার জংশন


সড়কপথে: ধর্মতলা থেকে বাসে করে সড়কপথে আলিপুরদুয়ার


কোথায় থাকবেন?


স্টেশন থেকে বেরিয়েই একাধিক হোটেল, রিসর্ট নজরে পড়বে। খাওয়া-দাওয়ারও সুন্দর ব্যবস্থা রয়েছে।