কলকাতা: 'জয় শ্রী রাম (Jai Sree Ram) স্লোগানে (slogan) আপত্তি থাকলে বিধানসভায় (assembly) বিল আনুন, বিধানসভায় বিল পাস করিয়ে জয় শ্রী রাম স্লোগান বন্ধ করুন', পরামর্শ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। (dilip ghosh) পাল্টা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বললেন, 'রামকে বিজেপি ব্র্যান্ড অ্যাম্বাসাডর ভাবা বন্ধ করুক।' মুখ্যমন্ত্রীর সামনে জয় শ্রী রাম স্লোগান নিয়ে এদিনও তুঙ্গে তৃণমূল-বিজেপি তরজা। 


কী বললেন দিলীপ?
'ভারতে বন্দেমাতরম বলতেও বাধা নেই, জয় শ্রী রাম বলতেও বাধা নেই। আপনি ক্ষেপে যাচ্ছেন, আমাদের রোজ জয়বাংলা বলা হয়, কালো পতাকা দেখানো হয়। আমরা তো ক্ষেপে যাচ্ছি না।...যদি জয় শ্রী রাম শুনতে এত খারাপ লাগে বিধানসভায় বিল এনে পাস করিয়ে নিন।',বলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তারই জবাবে মুখ খোলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। বলেন, 'রামকে বিজেপি ব্র্যান্ড অ্যাম্বাসাডর ভাবা বন্ধ করুক।' প্রসঙ্গত, গত কালের ঘটনাটি নিয়ে আগেই জোরাল প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর মঞ্চে না ওঠা নিয়ে বলেন, 'নিম্নমানের, নিম্নরুচির এক রাজনীতিক। দুর্ভাগ্যবশত যাঁকে আমি সহ ৪০ হাজার লোক খেটে মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম। ওঁকে আমি প্রাক্তন করেই ছাড়ব। একরম ঘটনা আরও হবে, যেটা ওঁকে পরে ঘরে বসে দেখতে হবে। একই রকমভাবে ড্রামা আগেও করেছিলেন। আসলে নন্দীগ্রামে আমার কাছে হারটা ভুলতে পারেননি। যতদিন রাজনীতি করবেন এই হারটা মাথায় নিয়েই থাকতে হবে।'

গত কাল যা ঘটেছিল...
শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে হাওড়া স্টেশনে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন কেউ বা কারা। ছুটে এসে পরিস্থিতি সামালানোর চেষ্টা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।  অনেক বোঝানোর পরও ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মঞ্চে ওঠেননি। মঞ্চের পাশে চেয়ারে বসে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। এর আগেও কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। ২০২১ সালের ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রীর সামনেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করার সময়ে দর্শকাসন থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠে। মঞ্চে বলতে উঠে এর তীব্র প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী। বক্তৃতা না দিয়েই পোডিয়াম থেকে নেমে যান মুখ্যমন্ত্রী।  


আরও পড়ুন:করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমল দেশে, তবুও কেন যাচ্ছে না আশঙ্কা?