কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ফুসফুসের ওপেন অপারেশনের না করে বিকল্প পথে শিশুর প্রাণ বাঁচালেন চিকিৎসকরা। শ্বাসনালীতে আটকে যাওয়া পেনের ঢাকনা বের করলেন বর্ধমান হাসপাতালের চিকিৎসকরা। নতুন চিকিৎসা পদ্ধতি হওয়ায় মেডিকেল জার্নালে প্রকাশ করার চিন্তাভাবনা চিকিৎসকদের। 


শিশুর প্রাণ বাঁচালেন চিকিৎসকরা: গত ৭ই ফেব্রুয়ারি শ্বাসনালীতে পেনের ঢাকনা আটকে যায় সাত বছরের শিশুর। প্রথমে আরামবাগ মেডিক্যাল কলেজ সেখান থেকে রেফার করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজে। শ্বাসনালি তলিতে পেনের ঢাকনা আটকে গেলে সাধারণত ব্রঙ্কোস্কোপি করা হয়। কিন্তু গলায় আড়াআড়ি ভাবে আটকে থাকায় পেনের ঢাকনা বের করতে ব্যর্থ হন চিকিৎসকরা। বিকল্প পথ হিসেবে বেছে নেওয়া হয় সাধারণত। কিন্তু ফুসফুস ওপেন করে অপারেশনের পরিকাঠামো নেই বর্ধমান মেডিক্যালে। এই অবস্থায় শিশুটিকে স্থানান্তর করতে সংশ্লিষ্ট পরিকাঠামো যুক্ত হাসপাতালে। কিন্তু শিশুটির শারীরিক অবস্থা যা ছিল তাতে তাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারত। এরপরই বিকল্প ভাবনা শুরু করেন চিকিৎসক। 


চিকিৎসক দলে থাকা ঋতম রায়, অসীম সরকার, শুভদীপ সরকার, বিকাশ বিষয়ী সহ চিকিৎসক দল ভাবনা শুরু করেন ফুসফুসের ওপেন অপারেশন না কীভাবে শিশুটিকে বাঁচানো যায়। এরপরই চিকিৎসকরা শ্বাসনালীর সামনে ফুটো করেন। গলায় আটকে থাকা পেনের ঢাকনা নেজাল এন্ডোস্কোপ দিয়ে বের করেন। চিকিৎসকদের দাবি ফুসফুস ওপেন না করেও এই রকম পদ্ধতিতে অপারেশন চিকিৎসা বিজ্ঞানে এই প্রথম। ইতিমধ্যেই চিকিৎসকরা চিন্তা করছেন এই ধরনের অপারেশন পদ্ধতি মেডিক্যাল জার্নালে প্রকাশ করার।


হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৭ই ফেব্রুয়ারি খেলার ছলে পেনের ঢাকনা গলার শ্বাসনালিতে আটকে যায় আরামবাগের হাজিপুরের বাসিন্দা ৭ বছরের বাবুলাল হোসেনের। পরিবারের লোকজন তড়িঘড়ি করে শিশুটিকে আরামবাগ মেডিক্যাল কলেজে নিয়ে যায়। প্রাথমিক ভাবে চিকিৎসকরা চেষ্টা করেও গলার শ্বাসনালীতে আটকে থাকা পেনের ঢাকনা বের করতে না পেরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।


বর্ধমান মেডিক্যালের সুপার তাপস কুমার ঘোষ জানান, "এই ধরনের অস্ত্রপ্রচার বর্ধমান হাসপাতালে প্রথম। কারণ এই ধরনের অপারেশনে প্রথমে ব্রঙ্কোস্কোপি করে ফরেন বডি না বের করতে হলে সাধারণত ফুসফুস ওপেন করে অস্ত্রপ্রচার করতে হয়। কিন্তু আমাদের ডাক্তার বাবুরা ফুসফুসের ওপেন সার্জারি না করে নতুন পদ্ধতিতে অস্ত্রপ্রচার করেন।''


আরও পড়ুন: Newtown News: নিউটাউনে রাতে কাজে নিরাপত্তা ও সুরক্ষার দাবি মামলা, গাইডলাইন তৈরির নির্দেশ হাইকোর্টের