বাচ্চু দাস, শিলিগুড়ি: আহত ব্যক্তির কাটা হাত মুখে নিয়ে ঘুরছে কুকুর। এমনই দৃশ্যের সাক্ষী থাকল সবাই। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে (Siliguri Medical College)। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কিন্তু কেন এমনটা হল?


ঠিক কী ঘটনা হয়েছে?


গতকাল শিলিগুড়ি দেশবন্ধুপাড়ার বাসিন্দা সঞ্জয় সরকার পথ দুর্ঘটনার মুখ পড়েন। স্থানীয় সূত্রে খবর নিয়ে জানা গিয়েছে যে, গতকাল রবিবার রাত ১০টা নাগাদ পথ দুর্ঘটনার কবলে পড়েন সেই ব্যক্তি। এই ঘটনায় তাঁর ডানহাত কাটা যায় ঘটনাস্থলেই। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় যদিও সেই ব্যক্তিকে দ্রুত শিলিগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। কাটা যাওয়া সেই হাতটিকেও নিয়ে আসা হয়েছিল। কিন্তু এরপরই আচমকা বিপত্তি। 


কুকুরের মুখে উদ্ধার সেই কাটা হাত


সঞ্জয় সরকারের কাটা হাতটিকে হাসপাতালের একটি টেবিলে রাখা হয়েছিল। ইতিমধ্যে সঞ্জয়ের  পরিবারের লোকজন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চলে আসে এবং ডাক্তারের পরামর্শমতো সিটি স্ক্যান করতে নিয়ে যায়। ঘণ্টা চারেক পরে সেই ব্যক্তির পরিজনরা হঠাৎ লক্ষ্য করেন যে যে টেবিলে সেই কাটা হাতটি রাখা ছিল, সেখানে হাতটি আর নেই। সেই সময় খোঁজ করতেই অন্য এক রোগীর পরিবার পরিজন জানায় হাতটি কুকুরে নিয়ে গেছে। হাতটি খোঁজ করতে গেলে দেখা যায় একটি কুকুর সেই কাটা হাতটি মুখে পড়ে ছাদের ওপর ঘুরে বেড়াচ্ছে।


পরিবারের অভিযোগ


এই দৃশ্য দেখার পরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। পরিবারের অভিযোগ কর্তব্য ডাক্তাররা বলেছিলেন যে কাটা হাত তাঁরা লাগানোর চেষ্টা করবেন। চিকিৎসকদের তরফে নাকি এমনও জানানো হয়েছিল যে তাতে ১০% সফল হওয়ার আশা রয়েছে। আর সেই কাটা হাত কীভাবে অসুরক্ষিত অবস্থায় রেখেছিল কর্তব্যরত হাসপাতাল কর্মীরা। এই অভিযোগ কর্তব্যরত নার্সদের কাছে করতে গেলে উল্টে তাঁদেরকেই দোষারোপ করেন কর্তব্যরত নার্সরা। পরিবারের দাবি অবিলম্বে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে তাঁদেরকে। অন্যদিকে শিলিগুড়ি বাংলা পক্ষের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে সুপার ঘরের সামনে অবস্থান