ঝিলম করঞ্জাই ও সৌমিত্র রায়, কলকাতা: রঙের (Holi 2022) উৎসবে মাতোয়ারা বাংলা। রং খেলার পর কীভাবে ত্বকের যত্ন নেবেন, তার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কোনও পার্শ্ব প্রতিক্রিয়া (Side Effect) দেখা দিলে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞদের কাছে যাওয়ার কথাও বলছেন তাঁরা।
বসন্তোৎসবে (Holi 2022) মেতেছে গোটা রাজ্য (West Bengal)। আবির আর বাহারি রঙে রঙিন হয়েছে চারদিক। নাচে-গানে দোল উদযাপনে মাতোয়ারা সকলে। তবে আনন্দের মাঝেই রয়েছে বিপদের আশঙ্কা। কারণটা অবশ্যই রঙ। কী রং ব্যবহার করা হচ্ছে, বহুক্ষেত্রেই তার গুন বিচার করেন না অনেকে। আর এতেই বাড়ে ঝুঁকি। দেখা দিতে পারে ত্বকের নানা সমস্যা। তাহলে বিপদ এড়াতে কী করবেন সবাই? কী পথ বাতলাচ্ছেন চিকিৎসকরা।
রঙের উত্সবে (Holi 2022) মাতোয়ারা গোটা রাজ্য। জেলায় জেলায় দোলের উত্সব পালনের ছবি। পাশাপাশি সাহেবিয়ানার দেশ লন্ডনেও (London) তাঁর রেশ দেখা গেল। কিন্তু রঙের উৎসবে আনন্দের মাধেও থেকে যাচ্ছে আশঙ্কা। চর্মরোগ বিশেষজ্ঞ (Dermatologist) সিদ্ধার্থ দাসের কথায়, “যে কোনও ময়েশ্চারাইজার (Moisturizer) মাখা থাকলে সুবিধা, তাতে সরাসরি ত্বকে পৌঁছবে না রং, রং মাখার পর জ্বালা ভাব বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অবিলম্বে চিকিত্সকের পরামর্শ নিতে হবে।’’ অনেক ক্ষেত্রে রঙ স্থায়ী করতে মেশানো থাকে নানারকম রাসায়নিক। সেই রং তোলার জন্য বেশি চেষ্টা করার প্রয়োজন নেই, বলছেন বিশেষজ্ঞরা। চর্মরোগ বিশেষজ্ঞ অভিষেক দে-র (Dermatologist) পরামর্শ “অনেকে দীর্ঘক্ষণ ধরে রং তুলতে চান, এটা না করলে ভাল হয়, সানস্ক্রিন বা অয়েন্টমেন্ট ব্যবহার করা যেতে পারে, ঠান্ডা জিনিস খাওয়া উচিত, আস্তে আস্তে রং উঠে যাবে।’’ শুক্রবার পালিত হয়েছে দোল উৎসব। আজ, শনিবার হোলি। তাই সতর্ক থেকেই সকলে উৎসব করুন, এমনটাই পরামর্শ চিকিৎসকদের।
আরও পড়ুন: Dona Ganguly Update: প্রবাসেও বসন্ত উৎসব, নাচে-গানে লন্ডনে দোল পালন ডোনার