সুনীত হালদার, ডোমজুর: গতকালের পর ফের ছিনতাইয়ের ঘটনা ডোমজুড়ে। ফের লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিটিয়ে এবার এক ব্যবসায়ীর থেকে টাকা নিয়ে পালাল দুষ্কৃতীরা। চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে ব্যবসায়ীর থেকে লুট ৮০ হাজার টাকা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে ডোমজুড়ের পাকুরিয়া ব্রিজের কাছে। বীরেন্দর সাউ নামে ওই ভুষির ব্যবসায়ী জানান রাত পৌনে আটটা নাগাদ সে যখন দোকান বন্ধ করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন সেই সময় রাস্তায় ২ থেকে ৩ জন যুবক তাকে ঘিরে ধরে। এরপর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে তাকে লাথি মেরে রাস্তায় ফেলে দেয়। তার হাতের ব্যাগে ৮০ হাজার টাকা ছিল তা লুট করে নেয়। এরপর ওই ব্যবসায়ীর মোবাইল এবং বাইক ছিনতাই করে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে চম্পট দেয়। স্থানীয় বাসিন্দারা ওই ব্যবসায়ীকে রাস্তা থেকে উদ্ধার করে বাকরার এক বেসরকারি নার্সিং হোমে নিয়ে যায়। সেখানেই সে চিকিৎসাধীন।


এর আগে সোমবার দুপুরে হাওড়া আমতা রোডের বাঁকরা এলাকায় প্রকাশ্যে ১০ লক্ষ টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা। একটি মদের দোকানের কর্মচারী টাকা ব্যাঙ্কে জমা দিতে যাবার সময় ছিনতাই হয়। বরুণ প্রামানিক নামে ওই কর্মচারীর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে ও মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে ১০ লক্ষ টাকা ছিনতাই করে বাইকে চেপে পালায় দুষ্কৃতীরা। ছিনতাইয়ের ঘটনা সিসিটিভি ক্যামেরা বন্দি হয়। সেই সিসিটিভি সূত্র ধরেই দুষ্কৃতীদের চিহ্নিত করে পুলিশ। ধৃতদের আজ হাওড়া আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়। এদের হেফাজতে নিয়ে বাকি চার লক্ষ টাকা উদ্ধার ও আরও এক ছিনতাইবাজকে গ্রেফতার করা যাবে বলে অনুমান ডোমজুর থানার পুলিশের।


রাজ্য়জুড়ে এর আগেও বিভিন্ন জায়গা থেকে এটিম ভেঙে টাকা লুটের খবর এসেছে। এমন অনেক এটিএম রয়েছে যেভাবে নিরাপত্তরক্ষীরও দেখা পাওয়া যায় না। ফলে এই সমস্যা ক্রমেই বেড়েছে।