লিডস: ভারতীয় পেসাররা কি ইংরেজ শিবিরে কাঁপুনি ধরিয়ে দিলেন! তা নাহলে যে দেশ নিজেদের ডেরায় গতি আর সুইংয়ে ভারতীয় ব্যাটিংকে তছনছ করার নকশা মেনে খেলে আসছে বছরের পর বছর, সেই ইংল্যান্ড দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচের আগে পিচের কার্যত সব ঘাস উড়িয়ে দেবে কেন?


যে বাইশ গজ দেখে চমকে উঠেছেন বিরাট কোহলিও (Virat Kohli)। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে প্রথম একাদশ সাজাতে গিয়েও শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার পথ বেছে নিয়েছেন ভারত অধিনায়ক।


মঙ্গলবার জুম কলে হেডিংলে থেকে কোহলি বললেন, 'লিডসের পিচ দেখে অবাক হয়েছিলাম। ভেবেছিলাম আরও ঘাস থাকবে। কিন্তু পিচ সেরকম সবুজ দেখলাম না।' আর অশ্বিনকে (R Ashwin) কি দেখা যাবে? কোহলি বলছেন, 'আমরা বুধবার ম্যাচের দিন সকাল পর্যন্ত দেখে তারপর চূড়ান্ত দল ঠিক করব।' তবে উইনিং কম্বিনেশন খুব বেশি বদলানোর পক্ষপাতী নন কোহলি। 'দলে পরিবর্তনের সম্ভাবনা কম, শুধু চোট আঘাতগুলো একটু দেখে নিতে হবে,' বলছেন বিরাট।


ট্রেন্ট ব্রিজে ভারত ও জয়ের সুযোগের মধ্যে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। যা নিয়ে এখনও আক্ষেপ রয়েছে বিরাটের। বলছেন, 'প্রথম টেস্টে পঞ্চম দিনের খেলা বৃষ্টির জন্য না হওয়ায় হতাশ হয়েছিলাম। আমাদের জেতার সুযোগ ছিল। দ্বিতীয় টেস্টে অবশ্য সেই সুযোগ কাজে লাগিয়েছি। আমরা প্রমাণ করেছি যে, জেতার সুযোগ থাকলে ঝাঁপাবই।'


লর্ডস টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। আইপিএলে যিনি কোহলির নেতৃত্বেই খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। বিরাট বলছেন, 'মহম্মদ সিরাজকে কাছ থেকে দেখেছি। ওর সাফল্যে দারুণ খুশি। ওর মুখেই আগ্রাসন প্রতিফলিত হয়।'


তবে ভারত অধিনায়ককে ভরসা দিচ্ছে ওপেনারদের ফর্ম। কোহলি বলছেন, 'কে এল আর রোহিত দুজনই দারুণ ফর্মে। ওপেনাররাই বড় ইনিংসের ভিত তৈরি করে দেয়। প্রথম টেস্টে জেতার পরিস্থিতি তৈরি হয়েছিল। দ্বিতীয় টেস্টে আমরা জিতেছি। কারণ দুই টেস্টেই ওপেনারেরা দারুণ শুরু করে দিয়েছিল।'


পাশাপাশি কোহলি জানিয়েছেন, লর্ডসে ইংরেজ শিবিরের সঙ্গে বাগযুদ্ধ তাঁদের মানসিকভাবে তাতিয়ে দিয়েছিল। তবে ঠিক কী রকমের বাক্যবিনিময় হয়েছিল, জানাতে চাননি কোহলি। শুধু বলেছেন, 'মাঠে কী বলা হয়েছে তা স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে। মাঠের বাইরে তার বিস্তারিত বর্ণনা দেওয়া নিস্প্রয়োজন। তবে সেই কথাগুলো আমাদের তাতিয়ে দিয়েছিল। তবে প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়ার বাইরে আর কিছুই করিনি।'


আরও পড়ুন


আউট করার চেষ্টাই করেনি বুমরা, শুধু শরীর লক্ষ্য করে বল করছিল: অ্যান্ডারসন