সুনীত হালদার, হাওড়া: হাসপাতাল চত্বরে খাটাল। রমরমিয়ে চলছে ব্যবসা। ডোমজুড় গ্রামীণ হাসপাতালের মধ্যে পরিত্যক্ত ঘরে খাটাল ব্যবসাকে কেন্দ্র করে শোরগোল। ঘরের মধ্যে রয়েছে গরু এবং গরুর খাবার। সেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়। এই প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।


খাটাল ব্যবসাকে কেন্দ্র করে শোরগোল: ডোমজুড় গ্রামীণ হাসপাতাল চত্বরে চলছে অবৈধ খাটাল ব্যবসা। মূল হাসপাতাল বিল্ডিংয়ের পিছনে সেমিনার হলের সামনে রয়েছে বেশ কয়েকটি পরিত্যক্ত ঘর। সেই ঘরের একটিতে গরু বাধা রয়েছে। অন্য ঘরে বস্তা বস্তা খড় মজুত করা রয়েছে। জানা গেছে চার পাঁচটি গরু নিয়ে ওই খাটাল ব্যবসা চালান স্থানীয় যুবক শেখ সাহেব।                      


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই হাসপাতালের বাইরে গোয়ালঘর থাকলেও সামনে দেওয়ালে টিন দিয়ে একটি দরজা করা হয়েছে। সেই দরজার চাবি এবং তালা হাসপাতালের কারও কাছে না থাকলেও তা থাকে সাহেবের কাছে। অভিযোগ, গরু চরানোর জন্য তিনি সকালে দরজা খুলে হাসপাতাল চত্বরে গরু ঢুকিয়ে দেন। সারাদিন মাঠেই গরু চরে।                                


তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ, শেখ সাহেব স্বীকার করেছেন তিনি খাটালের ব্যবসা। টিনের দরজা ময়লা ফেলার জন্য তৈরি হলেও তালা এবং চাবি তাঁর কাছে থাকে। সেই দরজা খুলে গরু রাখেন হাসপাতাল চত্বরে। ডোমজুড়ের ব্লক মেডিক্য়াল অফিসার হেলথ জানিয়েছেন,  এ বছরের জুলাই মাসে তিনি দায়িত্ব নেওয়ার পর হাসপাতালের পাঁচিলের বাইরে খাটাল দেখেছিলেন। কিন্তু হাসপাতালে গরু চরে কিনা তার জানা নেই। তবে হাসপাতালের নিরাপত্তা নিয়ে আগেই তিনি বিডিও, জেলাশাসক এবং পুলিশকে চিঠি দিয়েছিলেন। এই ব্যাপারটা নিয়েও তিনি ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আনবেন বলেও জানান। তিনি আরও দাবি করেন, আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ পোস্টিংয়ের পাশাপাশি হাসপাতালের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     


আরও পড়ুন: Shantiniketan Accident: মাটি পাচারের সময় ট্র্যাক্টরের ধাক্কা কলেজ ছাত্রীর মৃত্যু, ধুন্ধুমার শান্তিনিকেতনে